HomeTech NewsAmazon Daily Quiz: Amazon-এর গেম থেকে জিতে নিন ১০,০০০ টাকা পুরষ্কার! আজকের...

Amazon Daily Quiz: Amazon-এর গেম থেকে জিতে নিন ১০,০০০ টাকা পুরষ্কার! আজকের প্রশ্নোত্তর রইল নাগালে

ইতিমধ্যেই আমরা জেনেছি যে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) ‘Daily App Quiz’ ‘ডেইলি অ্যাপ কুইজ’ নামে একটি নতুন গেম শুরু করেছে। এই কুইজ প্রতিদিন সকাল ৮টায় শুরু হয় এবং রাত ১২টা পর্যন্ত চলে। এই কুইজে সাধারণ জ্ঞান (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট পাঁচটি প্রশ্ন থাকে। এক্ষেত্রে আজকের গেমে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেই ভাগ্যবান বিজয়ী Amazon Pay ব্যালেন্সে ১০,০০০ টাকা পর্যন্ত পুরষ্কার পাবেন। তবে পুরস্কার জিততে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া বাধ্যতামূলক।

Amazon Daily Quiz কীভাবে খেলে?

অ্যামাজনের খেলাটি অ্যাক্সেসের জন্য সংস্থার অ্যাপের ‘ফান’ সেকশনে যেতে হবে। এখানে আপনি ‘ডেইলি কুইজ’ ব্যানার দেখতে পাবেন। তবে আপনার ফোনে যদি অ্যামাজন অ্যাপ না থাকে তাহলে প্রথমে এটি ডাউনলোড এবং ইন্সটল করতে হবে। তারপর নিজের অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

এখন আপনি ভাবছেন পাঁচ-পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়ত এতটাও সহজ হবে না বা কীভাবে নগদ টাকার পুরষ্কার পকেটস্থ করবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে রইল আজকের কুইজের প্রশ্নোত্তর।

Amazon Daily Quiz-এর প্রশ্নোত্তর

১. সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ওডিআই (ODI) সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ম্যান অফ দ্য সিরিজ খেতাব কে জিতেছে?

উত্তর: তাসকিন আহমেদ।

২. কে ‘আরআরআর’ (RRR) ছবির গল্প লিখেছেন?

উত্তর: বিজয়েন্দ্র প্রসাদ।

৩. কেজেল লিন্ডগ্রেনের নেতৃত্বে ক্রু-৪, ড্রাগন ক্যাপসুলে স্পেসএক্স থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়বে, যার নামকরণ করা হয়েছে –

উত্তর: ফ্রিডম (Freedom)।

৪. এই বিখ্যাত আমেরিকান প্রেসিডেন্টের পিতা কোন দেশের সরকারের একজন সিনিয়র অর্থনীতিবিদ ছিলেন?

উত্তর: কেনিয়া।

৫. একটি মনস্তাত্ত্বিক অবস্থা যখন মানুষ এই ডিভাইস থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় পায়, একে বলা হয় –

উত্তর: নোমোফোবিয়া।

RELATED ARTICLES

Most Popular