৫০ শতাংশ ছাড়ে কিনুন ল্যাপটপ, হেডফোন, টিভি! দারুন সুযোগ দিচ্ছে Amazon

Avatar

Published on:

সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ভিডিও গেমিংয়ের উন্মাদনা এতই বেড়েছে যে, অনেকেই এখন উপার্জনের মাধ্যম হিসেবে অনলাইনে গেম খেলা কে বেছে নিচ্ছেন। সেক্ষেত্রে এবার দেশীয় গেমারদের আরো উৎসাহিত করতে ‘গ্র্যান্ড গেমিং ডে’ (Grand Gaming Day) সেলের বিক্রি আয়োজন করল অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)। ই-কমার্স সাইটটি এই সেলের দরুন Lenovo, Acer, Logitech, ASUS, LG, HP, Sony, Dell বা JBL-এর মত নামী-দামী ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, হেডফোন, গেমিং কনসোল ইত্যাদি বিভিন্ন ডিভাইস ৫০% অবধি ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে; আগামী ২৫শে মার্চ পর্যন্ত অ্যামাজন গ্রাহকরা এই সেলে কেনাকাটা করতে পারবেন। আসুন Amazon Grand Gaming Day সেলের অফারগুলি জেনে নিই।

অ্যামাজন গ্র্যান্ড গেমিং ডে সেলের বিশেষ অফারের কথা বললে, HP Pavilion গেমিং ল্যাপটপটি পাওয়া যাবে ৫৭,৯৯০ টাকায়। আবার, AMD Ryzen 7 প্রসেসর এবং NVIDIA GeForce GTX 1650 গ্রাফিক্স কার্ড যুক্ত Asus TUF FX505DT ল্যাপটপটি কিনতে চাইলে গ্রাহকদের ৫৯,৯৯০ টাকা ব্যয় করতে হবে। অন্যদিকে, ৮২,৯৯০ টাকার বিনিময়ে AMD Ryzen প্রসেসর এবং Radeon RX গ্রাফিক্সযুক্ত MSI Bravo Ryzen গেমিং ল্যাপটপটি কেনা যাবে।

এছাড়া, Lenovo-র IdeaCentre G5 গেমিং ডেস্কটপটি ৬২,৯৯০ টাকায় পাওয়া যাবে, যেখানে Asus ROG Strix কিনতে গেলে ৬৭,৯৯০ টাকা লাগবে। শুধু তাই নয়, Samsung-এর Odyssey কার্ভড গেমিং মনিটরটি অ্যামাজনের এই সেলে ২২,৮০২ টাকায় কেনা যাবে। আবার Radeon FreeSync এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত LG Ultragear ৩২ ইঞ্চি 2K AMD গেমিং মনিটরটি এই মুহূর্তে ২৩,৪৪৯ টাকায় উপলব্ধ রয়েছে।

এত গেল ল্যাপটপ এবং ডেস্কটপ-মনিটরের কথা। গ্র্যান্ড গেমিং ডে চলাকালীন নয়েজ ক্যান্সলিং মাইক যুক্ত EPOS Sennheiser GSP 300 হেডসেটের মত অ্যাক্সেসরিজ কিনতে গেলে মাত্র ৬,৫৮৯ টাকা খরচ করতে হবে। তাছাড়া Logitech G 331 গেমিং হেডসেটটি কেনা যাবে ৩,৯৯৫ টাকায়। তদুপরি, ৪৩ ইঞ্চির LG 4K UHD Smart LED TV বা TCL Full HD LED গেমিং টিভিগুলি কিনতে চাইলে যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা এবং ২২,৪৪৯ টাকা লাগবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥