HomeTech Newsমাত্র ১২৯ টাকায় ফের পাওয়া যাবে Amazon Prime Video দেখার সুযোগ

মাত্র ১২৯ টাকায় ফের পাওয়া যাবে Amazon Prime Video দেখার সুযোগ

Amazon Prime Video-র ১২৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যান কয়েক মাস আগে রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত পেমেন্ট নীতি না মানার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল

বর্তমানে বিশ্বের অন্যান্য জায়গার মতই ভারতেও ওভার-দ্য টপ (OTT) প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে। তরুণ প্রজন্ম তো বটেই, মধ্যবয়েসীদেরও পছন্দের তালিকায় থাকছে Netflix, Disney+Hotstar ইত্যাদি নাম। সেক্ষেত্রে উৎসবের এই মরসুমে গ্রাহকদের বিনোদন দিতে, এবার নিজের পুরোনো একটি পরিচিত মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান ফিরিয়ে আনল অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম Amazon Prime Video (অ্যামাজন প্রাইম ভিডিও)। সংস্থাটি তার ১২৯ টাকা টাকা মূল্যের প্ল্যানটি ফের অ্যাক্সেসযোগ্য করেছে, যা কয়েক মাস আগে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নির্ধারিত পেমেন্ট নীতি না মানার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল।

১২৯ টাকায় পাওয়া যাবে Amazon Prime Video সাবস্ক্রিপশন

RBI-এর নিয়মের কারণে, অ্যামাজন প্রাইম ভিডিও বিগত কয়েক মাস ধরে কেবল ৩ মাস এবং ১২ মাসের দুটি সাবস্ক্রিপশন প্ল্যান সরবরাহ করে আসছিল। তবে এখন আগের মতই, এই প্ল্যাটফর্মে তিনটি ভিন্ন সাবস্ক্রিপশন অপশন পাওয়া যাবে। এরজন্য গ্রাহকদের নূন্যতম ১২৯ টাকা (এক মাসের জন্য), ৩২৯ টাকা (তিন মাসের জন্য) অথবা ৯৯৯ টাকা (এক বছর বা ১২ মাসের জন্য) ব্যয় করতে হবে।

তবে যারা দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন চান না, তাদের মনে রাখতে হবে যে আমাজন প্রাইম ভিডিওর ১২৯ টাকার মাসিক প্ল্যান শুধুমাত্র নির্বাচিত ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা যাবে। আর যে সমস্ত ব্যাঙ্ক RBI-এর ই-ম্যান্ডেট নির্দেশিকা মেনে চলেনি, তাদের গ্রাহকরা এই মাসিক প্ল্যানের সুবিধা নিতে পারবেন না।

এছাড়া নতুন নিয়মের কারণে, এখন অটো সাবস্ক্রিপশন রিনিউয়াল অপশনের ট্রানজ্যাকশন সফল হওয়ার ক্ষেত্রে অথেন্টিকেশনের প্রয়োজন হবে। ফলে যারা সাবস্ক্রিপশন বাতিল করতে ভুলে যান, তারা এই নিয়মের থেকে যথেষ্ঠ উপকৃত হবেন। কারণ তাদের অজান্তে বা অপ্রয়োজনে সাবস্ক্রিপশন রিনিউ হবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular