জানুন কবে আসছে Apple এর ফোল্ডিং iPhone? থাকবে ৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস OLED ডিসপ্লে

Published on:

ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিজাইনের একটি স্মার্টফোনের পেটেন্ট Apple জমা দিয়েছিল বলে সম্প্রতি আমরা জানতে পেরেছিলাম৷ ফোল্ডেবল আইফোন (Foldable iPhone)-এর ওপর Apple-এর কাজ করা নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল৷ যেখানে স্মার্টফোনে নতুন ট্রেন্ড নিয়ে এসে অ্যাপল বরাবরই বাজিমাত করছে, সেখানে ফোল্ডেবল প্রযুক্তির ফোন আনতে কেন এত বিলম্ব, সেই নিয়েও অ্যাপলপ্রেমীরা ছিল একটু ধোঁয়াশায়৷ তবে সংশ্লিষ্ট পেটেন্টটি দায়ের করার খবর সামনে আসতেই অ্যাপল ভক্তরা যথেষ্ট উচ্ছাস প্রকাশ করেছিলেন৷ কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছিল, ফোল্ডেবল আইফোন বাজারে আসতে এখনও কতদিন৷ এবার এই নিয়েই আশার বাণী শোনালেন মিং-চি-কুও৷ ইনি কে? KGI Securities (কেজিআই সিকিউরিটিজ) -এর অ্যানালিস্ট/বিশ্লেষক হিসেবে কুও’র আলাদা পরিচয় তো রয়েইছে৷ সেইসঙ্গে গত কয়েক বছর ধরে অ্যাপলের পণ্য এবং পরিকল্পনার সঠিক পূর্বাভাস দেওয়ার শক্তিশালী ট্র্যাক রেকর্ড তাঁকে “বিশ্বের সর্বাধিক নির্ভুল অ্যাপল বিশ্লেষক”-এর শিরোপা দিয়েছে৷ কুও অ্যাপলের আপকামিং ফোল্ডেবল আইফোন নিয়ে কী বলছেন দেখে নেওয়া যাক৷

কুও জানিয়েছেন, ২০২৩ সালে Apple, Foldable iPhone লঞ্চ করতে চলেছে৷ এছাড়া, এতে ৮ ইঞ্চি QHD+ ফ্লেক্সিবল OLED ডিসপ্লে থাকবে৷ কুও’র ইনভেস্টর নোটকে উদ্ধৃত করে অ্যাপল কেন্দ্রিক নিউজ পোর্টাল MacRumors জানিয়েছে, এর ডিসপ্লের জন্য স্যামসাংকে বরাত দেওয়া হবে এবং অফিসিয়াল সরবরাহকারী হিসেবে স্যামসাং ডিসপ্লের নামই রিপোর্টে উঠে আসছে৷ ২০২৩ সালে অ্যাপল, ফোল্ডেবল আইফোনের ১৫-২০ মিলিয়ন ইউনিট শিপিং করবে বলে অনুমান করা হচ্ছে৷

অন্যদিকে, ফোল্ডেবল আইফোনে TPK-এর Silver nanowire টাচ সলিউশন গৃহীত হতে পারে৷ কুও’র বিশ্বাস, এটি অ্যাপলের জন্য একটি “দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করবে, কারণ ভবিষ্যতে ফোল্ডেবল ডিভাইসে একের বেশি ফোল্ড সাপোর্ট করবে এমন ডিসপ্লে প্রযুক্তির প্রয়োজন পড়বে৷” Silver nanowire টাচ সলিউশন স্যামসাং ডিসপ্লের Y-Octa টেকনোলজির থেকেও উন্নত বলে বিশেষজ্ঞদের মতামত৷

এবার প্রশ্ন আসে পারে ফোল্ডিং আইফোনের ডিজাইন কেমন হবে৷ সেক্ষেত্রে জানিয়ে রাখি, Apple-এর দায়ের করা পেটেন্টে দেখা গেছে যে, এতে Samsung Galaxy Z Fold 2 বা Moto Razr 5G-এর মত ইনওয়ার্ড অর্থাৎ ভেতর দিকে স্ক্রিন ভাঁজ করার বিকল্প থাকবে না; পরিবর্তে এতে আউটওয়ার্ড বা বাইরের দিকে ভাঁজ করার সুবিধা থাকবে ঠিক যেমনটা Huawei Mate X ফোনটিতে দেখা যায়৷ তবে পেটেন্টে একটি নয়, প্রায় তিন-চারটি ভাঁজ প্যানেলযুক্ত ডিভাইসের কথা তুলে ধরা হয়েছে, যা দেখে মনে হচ্ছে Apple বিশেষ কিছু করার পরিকল্পনা করছে। হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥