এবার ফাঁস Apple iPhone 13 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি, আসছে iPhone 12 এর চেয়ে 18 শতাংশ শক্তিশালী ব্যাটারি সহ

Published on:

আসন্ন Apple iPhone 13 সিরিজের ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্সে কী করকম আপগ্রেড থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই নানা তথ্য প্রকাশ হয়েছে। সেই ধারা বজায় রেখে iPhone 13 লাইনআপ নিয়ে নতুন রিপোর্ট সামনে এল। তাতে বলা হয়েছে, iPhone 13 সিরিজের প্রতিটি মডেলে বড় ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। যা এর আগে কোনও iPhone মডেলে দেখা যায়নি।

খবরটির উৎস চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফম Weibo (উইবো)। সেখানে জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গেছে, iPhone 13 সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্ট iPhone 13 Pro Max আসবে 4,325mAh ব্যাটারির সাথে। উল্লেখ্য, গত বছর লঞ্চ হওয়া iPhone 12 Pro Max-এ 3687mAh ব্যাটারি ব্যবহার হয়েছিল।

অনুরূপে, iPhone 13 ও iPhone 13 Pro, 3095mAh ব্যাটারি সহ আসবে। আগের মডেলের 2815mAh ব্যাটারির চেয়ে যার ক্যাপাসিটি একটু বেশি। iPhone 13 সিরিজের সবচেয়ে কমপ্যাক্ট ফোন iPhone 13 mini আসবে 2406mAh ব্যাটারির সাথে। প্রসঙ্গত, iPhone 12 mini, 2227 mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছিল।

প্রসঙ্গত, Apple-এর নতুন A15 চিপ পারফরম্যান্সের পাশাপাশি পাওয়ার এফিসিয়েন্সি ইমপ্রুভে করবে। ফলে, অত্যন্ত সক্ষম চিপসেট সহ বড় ব্যাটারি iPhone 13 সিরিজের ব্যাটারি লাইফ উন্নততর করতে চলেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥