Bajaj Pulsar NS160, Pulsar NS200 ও Pulsar RS200 দামে পরিবর্তন, কিনতে চাইলে নতুন দাম জেনে নিন

Avatar

Published on:

একদিকে যেমন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, সেরকম অটোমোবাইল নির্মাতা সংস্থাগুলিও আবার যানবাহনের মূল্য বৃদ্ধির কথা চিন্তা করছে, ফলে আগামী দিনে গাড়ি ক্রেতাদের অবস্থা যে আরও বিপন্ন হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রসঙ্গে বলি, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মোটরসাইকেল ব্র্যান্ড Bajaj, তাদের মোটরসাইকেলের দামের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে বলে ঘোষণা করেছে। আজ সকালেই আমরা Bajaj Dominar 400 বাইকের দাম বৃদ্ধির কথা আপনাদেরকে জানিয়েছি।

এছাড়াও বাজাজ তাদের অত্যন্ত জনপ্রিয় পালসার সিরিজের বিভিন্ন মোটরসাইকেলের দাম বাড়িয়েছে। এখন, যারা পালসার এনএস১৬০ (NS160) বা পালসার এনএস২০০ (NS200) বা পালসার আরএস২০০ (RS200) মোটরসাইকেল কিনবেন বলে চিন্তাভাবনা করছিলেন তাদের জন্য বিশেষ করে দুঃসংবাদ আছে। কারণ প্রাথমিকভাবে এই তিনটি মডেলের দাম বাড়িয়েছে বাজাজ। যদিও দাম বৃদ্ধি পেলেও মোটরবাইকগুলির কোনো রকম কসমেটিক বা মেকানিক্যাল পরিবর্তন করা হয়নি।

Bajaj Pulsar NS160, Pulsar NS200 এবং Pulsar RS200 এর নতুন দাম

এখন বাজাজ পালসার এনএস১৬০ টুইন ডিস্কের দাম ২,১৩১ টাকা বেড়ে হয়েছে ১,১৪,৩২৩ টাকা। যেখানে আগে দাম ছিল ১,১২,১৯২ টাকা।

পালসার এনএস২০০ ভ্যারিয়েন্টের দাম ১,৩৪,৬৫০ টাকা থেকে ৪,১৯২ টাকা বেড়ে বর্তমান দাম হয়েছে ১,৩৮,৮৪২ টাকা।

পালসার আরএস২০০ ভ্যারিয়েন্টের দাম ৫,০০৫ টাকা বেড়ে হয়েছে ১,৬১,৮০৫ টাকা। পূর্বের দাম ছিল ১,৫৬,৮০০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥