Infinix GT Book: অন্য ল্যাপটপ ভুলে যাবেন, আসছে ইনফিনিক্স জিটি বুক, ফাঁস হল সমস্ত ফিচার্স

Updated on:

Infinix GT Book Price

ইনফিনিক্স সম্প্রতি একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা নতুন Infinix GT 20 Pro স্মার্টফোনটি উন্মোচন করে। ওই ইভেন্টে কোম্পানিটি গেমিং ল্যাপটপের মতো ডিভাইসগুলির সাথে গেমিং মার্কেটে তাদের প্রোডাক্ট রেঞ্জ প্রসারিত করার পরিকল্পনাও শেয়ার করে। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে ব্র্যান্ডটি Infinix GT Book লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা হবে তাদের প্রথম গেমিং ল্যাপটপ। আর লঞ্চের আগেই এখন ল্যাপটপটির প্রধান স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস হয়েছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Infinix GT Book-এর মূল স্পেসিফিকেশন

ব্র্যান্ডের ওয়েবসাইট অনুসারে, ইনফিনিক্স জিটি বুক ইন্টেল কোর আই৫-১২৪৫০এইচ থেকে কোর আই৯-১৩৯০০এইচ প্রসেসরের সাথে কনফিগার করা হবে। গ্রাফিক্সের ক্ষেত্রে ল্যাপটপটি তিনটি বিকল্প অফার করবে – আরটিএক্স ৩০৫০, আরটিএক্স ৪০৫০, এবং আরটিএক্স ৪০৬০। ল্যাপটপটিতে ৩২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ উপস্থিত রয়েছে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও এবং সম্পূর্ণ এসআরজিবি (sRGB) কালার গ্যামট কভারেজ সহ একটি ১৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

হাই-এন্ড স্পেসিফিকেশন সত্ত্বেও, ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপটি তুলনামূলকভাবে হালকা হবে। এর ওজন ২ কিলোগ্রাম কম হতে পারে। কানেক্টিভিটির জন্য, ডিভাইসে ইউএসবি পোর্ট, এইচডিএমআই (HDMI), একটি এসডি কার্ড রিডার এবং একটি অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকবে। এতে ওয়াই-ফাই ৬ই, একটি প্রোগ্রামেবল আরজিবি (RGB) কীবোর্ড, একটি ১,০৮০ পিক্সেলের ওয়েবক্যাম এবং ১৯২ ওয়াট ফাস্ট চার্জার সহ ৭২ ওয়াটআওয়ার ব্যাটারির মতো বৈশিষ্ট্যগুলি মিলবে৷

যদিও Infinix GT Book ল্যাপটপটি কবে লঞ্চ হবে সেসম্পর্কে নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে আশা করা যায় যে এই মাসের মধ্যে ল্যাপটপটি আত্মপ্রকাশ করবে কারণ ব্র্যান্ডটি ইতিমধ্যেই ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, ফ্লিপকার্ট (Flipkart)-এ এটিকে টিজ করা শুরু করেছে৷

সঙ্গে থাকুন ➥