HomeTech Newsসুখবর, Battlegrounds Mobile India গেমে জুড়ছে PUBG Mobile-র সাত সাতটি মোড

সুখবর, Battlegrounds Mobile India গেমে জুড়ছে PUBG Mobile-র সাত সাতটি মোড

PUBG Mobile-র মতো সাতটি নতুন গেম মোড আসতে চলেছে Battlegrounds Mobile India-য়

Battlegrounds Mobile India (BGMI) গেম প্লেয়ারদের জন্য এসে গেল এক দারুণ সুখবর! গেমটির নির্মাতা সংস্থা Krafton, PUBG Mobile-এর এই ভারতীয় সংস্করণের জন্য বেশ কয়েকটি নতুন গেম মোডের কথা ঘোষণা করেছে এবং সেগুলিকে BGMI Mega modes নামে চিহ্নিত করা হয়েছে। নতুন গেম মোডগুলি মূল গেম PlayerUnknown’s Battlegrounds বা PUBG থেকে অনুপ্রাণিত।

Battlegrounds Mobile India-র জন্য আসছে সাতটি নতুন গেম মোড

ক্রাফ্টন সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই নতুন আপডেটের কথা শেয়ার করেছে। সংস্থাটি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া -এর জন্য মোট সাতটি নতুন গেম মোড অর্থাৎ বিজিএমআই মেগা মোডের কথা ঘোষণা করেছে, যেগুলি হল Infection Mode, Metro Royale, Payload 2, Runic Power, Survive Till Dawn, Titans: Last Stand, এবং একটি নতুন ম্যাপ Vikendi। এই সমস্ত মোডগুলি আগে পাবজি মোবাইলে উপলব্ধ ছিল। যদিও পোস্টে কোনো অফিসিয়াল লঞ্চের তারিখ উল্লেখ করা হয়নি, তবে বিজিএমআই মেগা মোডগুলি যে প্লেয়ারদের জন্য শীঘ্রই আসছে, সেই বিষয়টি নিশ্চিতভাবে বলা আছে।

উল্লেখ্য যে, নিরাপত্তার তাগিদে বেশ কয়েকটি চীনা অ্যাপ বন্ধ করে দেওয়ায় গত বছর ভারতে PUBG Mobile-কে ব্যান করা হয়। তারপর থেকেই একাধিক বিতর্ক, জল্পনাকল্পনার পর বহু কাঠখড় পুড়িয়ে গত ২ জুলাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বহুপ্রতীক্ষিত PUBG Mobile-এর ভারতীয় সংস্করণ Battlegrounds Mobile India (BGMI) সর্বপ্রথম প্লে স্টোরে আসে। রিলিজ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই গেমটি ৫০ মিলিয়ন ডাউনলোডের রেকর্ড গড়তে সক্ষম হয়।

স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, বহু সংখ্যক প্লেয়াররা ইতিমধ্যেই এই গেমটিতে মজে গেছেন। তবে BGMI-এ PUBG Mobile-এর মতো গেম মোডগুলি না থাকায় পাবজির অন্ধ ভক্তরা এতদিন পর্যন্ত খানিকটা মনঃক্ষুণ্ণ ছিলেন। তবে এখন এই নতুন সাতটি গেম মোড এসে গেলে এই গেমটি খেলার জন্য প্লেয়ারদের উৎসাহ আরও বাড়বে এবং নতুন অনেক প্লেয়ার যে এই গেমটি খেলার জন্য আগ্রহী হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। ফলস্বরূপ গেমটির জনপ্রিয়তা আরও বহুগুণ বৃদ্ধি পাবে, এবং সেই বিষয়টিকে প্রত্যক্ষ করে গেমটিকে প্লেয়ারদের জন্য আরও আকর্ষিত করে তুলতে Krafton ভবিষ্যতে আরও অনেক নতুন গেম মোড নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular