চীন নয়, ভারতের যন্ত্রাংশ দিয়েই ইলেকট্রিক স্কুটার ও বাইক তৈরির ভাবনায় EeVe

Avatar

Published on:

গালওয়ান উপত্যকার চীনা ফৌজের হাতে ২০ জন ভারতীয় জওয়ানের নির্মম হত্যার পরই চীনের বিরুদ্ধে গর্জে উঠেছিল আপামর দেশবাসী৷ “Ban Chinese Product” স্লোগানে উত্তাল হয়েছিল গোটা দেশ এবং দেওয়া হয়েছিল “Vocal For Local” এর ডাক।

JSW গ্রুপের ম্যানেজিং ডিরেক্টার পার্থ জিন্দাল টুইটের মাধ্যমে জানিয়েছিলেন, তাদের পরিবারের মালিকানাধীন JSW গ্রুপ আগামী দুই বছরের মধ্যেই চীন থেকে ৪০০ মিলিয়ন ডলার মূল্যের আমদানির পরিমান শূন্যে নামিয়ে আনবে।

চীনের ওপর নির্ভরতা কমাতে অনেক সংস্থাই চীন থেকে নানা দ্রব্যাংশের আমদানি যতটা সম্ভব কমিয়েছে এবং কমানোর চিন্তাভাবনা করছে৷ সম্প্রতি বৈদ্যুতিন যানবাহন নির্মাতা EeVe চীন থেকে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে সংস্থার ইলেকট্রিক স্কুটারগুলি ৪০ শতাংশ পর্যন্ত স্থানীয়করণ করতে সক্ষম হয়েছে৷ EeVe বর্তমানে তাদের স্কুটারের টায়ার Ralco ও CEAT থেকে, মোটর Bosch এবং IoT কম্পোনেন্টগুলি Aeries থেকে আমদানি করছে৷

২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ওড়িশার স্টার্টআপ EeVe এর আসন্ন প্রোডাক্টের মধ্যে আছে, Tesero ইলেকট্রিক বাইক এবং Forseti ইলেকট্রিক স্কুটার৷ সংস্থাটির বর্তমানে 4U, Xeniaa, Wind এবং Your মডেলগুলি বাজারে উপলদ্ধ৷

সঙ্গে থাকুন ➥