Flipkart Big Saving Days Sale: সস্তায় স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ, দেখুন লিস্ট

Published on:

চলতি মাসে অ্যামাজন (Amazon) তাদের প্রাইম সদস্যদের জন্য বিশেষ সেলের আয়োজন করেছে। কিন্তু প্রাইম সদস্য ব্যতীত অন্যান্য ক্রেতারা অ্যামাজনের সেলে অংশগ্রহণের সুযোগ পাবেন না। তবে এক্ষেত্রে অসমর্থ হলেও তাদের জন্য থাকছে অপর ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের (Flipkart) লোভনীয় অফারের হাতছানি। আজ্ঞে হ্যাঁ, আগামী ২৫শে জুলাই থেকে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের ‘Big Saving Days Sale,’ যাকে সামনে রেখে ফ্লিপকার্ট তাদের বিভিন্ন পণ্যের ওপর আকর্ষণীয় ছাড় দিতে চলেছে। এই সেল ২৯শে জুলাই পর্যন্ত লাইভ থাকবে। অর্থাৎ অ্যামাজনের সেলে কেনাকাটা করতে না পারলেও, সকল ক্রেতারা ফ্লিপকার্ট আয়োজিত পাঁচদিন ব্যাপী বিগ সেভিং ডেজ সেলে অংশগ্রহণ করতে পারবেন। অবশ্য ফ্লিপকার্ট প্লাস সদস্যেরা একদিন আগে ২৪শে জুলাই থেকেই সেলে কেনাকাটার সুযোগ পেয়ে যাবেন।

Flipkart Big Saving Days Sale এর অফার

বিগ সেভিংস ডেজ সেল উপলক্ষ্যে ফ্লিপকার্ট ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের অফার নিয়ে এসেছে। রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও লোভনীয় ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই (EMI) সুবিধা, দুর্দান্ত এক্সচেঞ্জ অফার, সবমিলিয়ে ফ্লিপকার্টের সেল ক্রেতার গন্তব্য হতে পারে। বিশেষত নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই সেল যে আদর্শ হতে চলেছে, সেই বিষয়ে কোন সন্দেহ নেই।

বিগ সেভিংস ডেজ সেলকে কেন্দ্র করে ফ্লিপকার্ট স্যামসাং (Samsung), রিয়েলমি (Realme), পোকো (Poco), মোটোরোলা (Motorola), এমআই (Mi), ইনফিনিক্স (Infinix) সহ অন্যান্য সংস্থার স্মার্টফোনের উপরে আকর্ষণীয় ছাড় দেবে। এছাড়া অ্যাপল আইফোনের (Apple iPhone) ক্রেতাদের জন্যেও থাকছে ফাটাফাটি অফার।

স্মার্টফোন সংক্রান্ত ফ্লিপকার্টের বিভিন্ন অফারগুলির দিকে তাকালে প্রথমেই চোখে পড়বে Realme C20 স্মার্টফোনের উপর। সেল চলাকালীন এই ফোনটি ৫০০ টাকার তাৎক্ষণিক ছাড় সহ মাত্র ৬,৪৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। Realme X7 5G ডিভাইসটির দাম পড়বে ১৮,৯৯৯ টাকা। এক্ষেত্রে ক্রেতা পুরো ১,০০০ টাকার ছাড় পাবেন। আবার ১৮,৯৯৯ টাকা বাজারমূল্যের Poco X3 স্মার্টফোনটি মিলবে মাত্র ১৭,২৪৯ টাকায়। অন্য সময়ে ১৪,৪৯৯ টাকা দাম হলেও, মোটোরোলার Moto G40 Fusion ডিভাইস কেনা যাবে ১৩,৪৯৯ টাকার বিনিময়ে।

অপরপক্ষে বিগ সেভিংস ডেজ উপলক্ষ্যে Apple iPhone SE ডিভাইসের ২০২০ সংস্করণ ৩৯,৯০০ টাকা বাজারমূল্যের বদলে ২৮,৯৯৯ টাকায় বিকোবে! ৪৭,৯০০ টাকা নয়, বরং Apple iPhone XR হ্যান্ডসেটের দাম পড়বে মাত্র ৩৭,৯৯৯ টাকা! ৭৯,৯০০ টাকার জায়গায় iPhone 12 ডিভাইসের দাম পড়বে ৬৭,৯৯৯ টাকা যা অপেক্ষাকৃত বেশী সাশ্রয়ী।

এছাড়া Flipkart Big Saving Days সেল চলাকালীন অন্যান্য সংস্থার স্মার্টফোনের উপরেও বিভিন্ন ধরনের অফার থাকবে। কেনাকাটার ক্ষেত্রে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা পাবেন ১০ শতাংশ ছাড়। ইএমআই (EMI) লেনদেনের ক্ষেত্রেও এই অফার প্রযোজ্য।

স্মার্টফোন ছাড়াও অসংখ্য ইলেক্ট্রনিক পণ্য ও ঘরোয়া সরঞ্জাম, অ্যাক্সেসরিজ, পোষাক-আশাক প্রভৃতির উপরেও ফ্লিপকার্টের (Flipkart) আসন্ন সেলে চমকপ্রদ ছাড় রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥