HomeTech NewsFree Fire Max Today Redeem code 25 February: আজকের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

Free Fire Max Today Redeem code 25 February: আজকের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

আজ ২৫ ফেব্রুয়ারির গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন (Garena Free Fire Max redeem codes for 25 February 2022)

Garena Free Fire Max Redeem codes 25 February 2022: কয়েক সপ্তাহ আগেই আকস্মিকভাবে ভারতীয় প্লে স্টোর থেকে গায়েব হয়ে যায় Garena Free Fire। তখন থেকেই বিকল্প গেমের সন্ধানে ছিল ভারতীয় প্লেয়াররা। যদিও তাদের কাছে BGMI কিংবা PUBG – New states খেলার সুযোগ ছিল। কিন্তু জনপ্রিয়তার কারণে বেশিরভাগ গেমাররাই গ্যারেনা ফ্রি ফায়ারের সমতুল্য একটি গেমের অপেক্ষায় ছিল। তাই গ্যারেনা ফ্রি ফায়ার ব্যান হওয়ার সাথে সাথেই আরও উচ্চতর ভার্সন হিসেবে হাজির হয় Garena Free Fire Max। যাতে রয়েছে উন্নততর গ্রাফিক্স এবং ফিচারের ব্যবহার। আবার গ্যারেনা ফ্রি ফায়ারের মত এই গেমটিতেও প্রতিদিন রিলিজ করা হচ্ছে রিওয়ার্ড জেতার জন্য রিডিম কোড, যা ব্যবহার করে গেমাররা বিভিন্ন ইন-গেম আইটেম অর্জন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজ, ২৫ ফেব্রুয়ারির ফ্রি রিডিম কোডগুলি।

Free Fire Max today redeem codes, 25 February (গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ২৫ ফেব্রুয়ারি)

FXV8 SBHU 736T

GBN4 5TH8 TRE1

3V4B 5NYK HI76.

W542 ED2V Q2AS

65RE F3VB 5TIG

876D T5RW F3V4

BN56 YLUO J987

B6FD 5TER WF3V

B4N5 KYHI 876D

5RWF 3VB4 N5TK

GI87 V6D5 RWF3

B45N 6YKH O987

How to redeem Free Fire Max redeem codes for today, 25 February (কীভাবে ২৫ ফেব্রুয়ারির ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোডগুলির মাধ্যমে রিওয়ার্ড জিতবেন)

১. প্রথমেই গেমারদের যেতে হবে গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম্পশন সাইটে, যার ইউআরএল – https://reward.ff.garena.com/en

২. এরপর Twitter, Facebook, Huawei অথবা VK ID দিয়ে ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে ।

৩. এবার একটি কোড কপি করে ওয়েবসাইটের বক্সে পেস্ট করুন।

৪. এবার ক্লিক করুন ‘Confirm’ বাটনে।

আপনার রিডিম্পশন প্রক্রিয়া এখানেই সম্পন্ন হল। এবার আপনি আপনার ইন-মেল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন। তবে ধৈর্য্য রাখবেন, কারণ এই রিওয়ার্ড পৌঁছাতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

RELATED ARTICLES

আরও পড়ুন