HomeTech NewsFree Fire Max Redeem Codes 15 June 2022 Today: আজকের ফ্রি ফায়ার...

Free Fire Max Redeem Codes 15 June 2022 Today: আজকের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

Garena Free Fire Max today redeem codes 15 June : বোম স্কোয়াড ইভেন্টের অভাবনীয় সাফল্যের পরে এবার Garena Free Fire Max প্রস্তুতকারী সংস্থা আনতে চলেছে নতুন একটি গেম ইভেন্ট, যার নাম রামপেজ। নতুন গেমারদের জন্য জানিয়ে রাখি, এই ইভেন্টে রয়েছে নিজস্ব স্টোরিলাইন, মিশন এবং আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। তাই গেমারদের কোনভাবেই এই সুযোগ হাতছাড়া করা চলবে না। তবে তাদের জন্য আরো একটি উপায়ে পুরস্কার জেতার সুযোগ থাকছে। তা হলো প্রতিদিনের ফ্রি রিডিম কোডের ব্যবহার, যার মাধ্যমে গেমাররা অর্জন করতে পারেন বিনামূল্যে বিভিন্ন মূল্যবান ইনগেম আইটেম। তাই আপনি যদি গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স প্রেমী হন, তাহলে দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি।

Garena Free Fire Max redeem codes for 15 June 2022 (গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ১৫ জুন ২০২২)

FBNO IRU9 8YT6

FGFY VGHD BE54

FI6G D765 45Q1

FRTF 234I R9TY

FK4T 87G6 VT5R

FAV4 BNKE RF8G

F7YC TGDB ENMR

FKOY H98B 7VY6

FD2E RBTN 6M7U

FON9 B8V7 C6DT

FR7E VR5B 6YNM

FK8I V8C7 X65S

F4DF ECVR 4B5U

FOKM NBVC XZAI

ERTY UIUY TRFV

BNMK IU65 F43W

SXCV BNJU YTGB

NMUY TREW SXZA

QWER THJY TFDC

গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire Max codes)

ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে গেরিনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।

এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন। খেয়াল রাখবেন গেস্ট অ্যাকাউন্ট থেকে লগইন করলে কোন পুরস্কার পাওয়া যাবে না।

এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য কনফার্ম বাটনে ক্লিক করুন।

এবার ক্রস রেফারেন্সের জন্য আপনার স্ক্রিনে একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ওকে বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular