HomeGamesFree Fire Max Redeem Codes Today for 1 November 2022: আজকের ফ্রি...

Free Fire Max Redeem Codes Today for 1 November 2022: আজকের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখুন

আজকের রিডিম কোডের মাধ্যমে গেমাররা স্কিনস, ইমোটস, ক্যারেক্টরস, পেটস সহ বিভিন্ন ইন গেম আইটেম বিনামূল্যে পাবেন

Free Fire Max আজকের স্পেশাল রিডিম কোড রিলিজ করলো। তাই আপনি যদি বিনামূল্যে জনপ্রিয় এই রয়্যাল ব্যাটেল গেমের মজা নিতে চান, তাহলে রিডিম কোডগুলো কাজে লাগান। কারণ এই রিডিম কোডের মাধ্যমে কোনো পয়সা না খরচ করেই পাওয়া যাবে স্কিনস, ইমোটস, ক্যারেক্টরস, পেটস ইত্যাদি। সংস্থার রিডেম্পশন সাইট থেকে গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স এর কোডগুলি রিডিম করা যাবে। তবে মনে রাখবেন এই কোডগুলো ১২ ঘন্টার জন্য বৈধ। তাই আসুন Garena Free Fire Max এর আজকের রিডিম কোড দেখে নেওয়া যাক।

Garena Free Fire Max ক্যারেক্টরস পাওয়ার রিডিম কোড

FJITG4BR75TNH

KIB8YFT9DGRB5

NT6YU3J0OIKJN

XAGQD1C2VB3J4

K5RITG876TR8S

FVBD1118TKYOH

Garena Free Fire Max পেটস পাওয়ার রিডিম কোড

98GU7YF4D23ER

N5TM64YKU898V

7CXYZTAREDQX

1C2V23J4J5TIYG

87V6Y9CTXRFSZ

VBEDR787T56K7

Garena Free Fire Max ২ নভেম্বরের রিডিম কোড

OYH9I8B75VY6C

TGBR5N6KY7OU

H8B7V6T5DRF3E

VRB5N6TJK1YIH

87YFGBHJ54U7Y

Garena Free Fire Max ফ্রি কোড কীভাবে রিডিম করবেন

• প্রথমে গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইট, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ যেতে হবে।

• এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

• তারপর যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm’ বাটনে ক্লিক করুন।

• এবার ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular