HomeTech NewsGarena Free Fire Max Today Redeem code 17 March: ফ্রি ফায়ার ম্যাক্স...

Garena Free Fire Max Today Redeem code 17 March: ফ্রি ফায়ার ম্যাক্স প্লেয়াররা জিতে নিন ডায়মন্ড

আজ ১৭ মার্চ গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন (Garena Free Fire Max redeem codes for 17 March 2022)

Free Fire Max today redeem codes 17 March 2022: মোবাইলে ফ্রি ফায়ার ডাউনলোড করা নেই বলে আপসোস করছেন? চিন্তা নেই। আপনার হাতের নাগালেই রয়েছে ফ্রি ফায়ারের উচ্চতর ভার্সন Garena Free Fire Max। যাতে পেয়ে যাবেন আরো উন্নততর গ্রাফিক্স, এনিমেশন এবং ক্যারেক্টারের ব্যবহার। অ্যান্ড্রয়েড মোবাইল ইউজাররা চটজলদি প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করে নিতে পারবেন। শুধু কি তাই! সাথে রয়েছে প্রতিদিন বিনামূল্যে বিভিন্ন ইন-গেম আইটেম জেতার সুযোগ। তাহলে আর দেরি কিসের? চলুন দেখে নেওয়া যাক আজকের Garena Free Fire Max রিডিম কোডগুলি।

Free Fire Max today redeem codes 17 March (আজ ১৭ মার্চ ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড)

FB7N JI87 6TRF

VBRN JGI8 7V6C

5XR4 EADQ F2GY

3E65 D4EX DSAC

FJ5I 847Y RTHG

J9UC 6S5A 4RQF

2GHJ 3IER F876

C5TR SG8W EH4J

5K67 OYU9 H8G7

F6D5 TERF 3G4B

5HN6 JK7U OJ9H

87V6 CS5T WG2H

3E4U RFG7 6V5C

4XRS FGE4 56KO

I7Y9 8H7V 6YTC

F6EB 456K HY65

Free Fire Max redeem code for March 17, 2022: How to redeem (ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ১৭ মার্চ ২০২২, কীভাবে রিডিম করবেন)

গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে রিওয়ার্ড দাবি করার জন্য প্রথমেই সংস্থার অফিসিয়াল রিডেম্পশন সাইটে যেতে হবে। এখানে লগ-ইন করার জন্য Google, Facebook, Huawei, VK বা Apple- যেকোনো আইডির প্রয়োজন। এখানে বলে রাখি, গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলে কিন্তু হবে না। এবার একটি রিডিম কোড কপি করে ওয়েবসাইটের টেক্সটবক্সে পেস্ট করতে হবে। তারপর নীচের দিকে থাকা ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।

কোড সঠিক হলে ‘Successful’ মেসেজ দেখা যাবে। এরপর আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার ইন-মেল সেকশনে রিওয়ার্ড পৌঁছে যাবে।

RELATED ARTICLES

Most Popular