HomeTech NewsGarena Free Fire Redeem Code 15 November: ১৫ নভেম্বরের ফ্রি ফায়ারের রিডিম...

Garena Free Fire Redeem Code 15 November: ১৫ নভেম্বরের ফ্রি ফায়ারের রিডিম কোড দেখে নিন

Garena Free Fire Redeem Code 15 November garena ff redeem code today

Free Fire Redeem Code Today 15 November: গত অক্টোবর মাসে বিশ্বজুড়ে ব্যবহৃত মোবাইল গেমগুলির তালিকায় প্রথমেই উঠে এসেছে গ্যারিনা ফ্রি ফায়ারের নাম। ভারতীয় গেমারদের মধ্যে ক্রমশই এই গেমটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। Sensor Tower এর রিপোর্ট অনুযায়ী, ভারতে চালু মোবাইল গেমগুলির মধ্যে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে Garena Free Fire।

গেমাররা যাতে গেমটি খেলে স্বাচ্ছন্দ উপভোগ করতে পারেন, তার জন্য সংস্থার তরফ থেকে প্রতিদিনই গেমারদের জন্য থাকছে ফ্রি রিডিম কোডের ব্যবস্থা। যার মাধ্যমে গেমাররা খুব সহজেই ডায়মন্ড হ্যাক, রয়াল ব্রাউজার এবং অন্যান্য উইপন সংগ্রহ করে নিজেদের শক্তি বাড়াতে পারবেন। তবে যেদিনের রিডিম কোড দেওয়া হয়েছে গেমাররা কেবলমাত্র সেদিনই সেই কোডগুলি রিডিম করতে পারবেন। এক্ষেত্রে গেমাররা ঠিক কতগুলো কোড রিডিম করতে পারবেন তার সংখ্যাও নির্দিষ্ট করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যার ওপরে গিয়ে কোড রিডিম করতে চাইলে সেই ফ্রি রিডিম কোড কাজ নাও করতে পারে। আসুন আজ, অর্থাৎ ১৫ নভেম্বরের ফ্রি ফায়ারের রিডিম কোডগুলি দেখে নেওয়া যাক।

১৫ নভেম্বরের গ্যারিনা ফ্রি ফায়ারের রিডিম কোড (Garena Free Fire Redeem Code 15 November)

FKJH BNJK OPOL

FMKL POIU YTFD

JCDK CNJE 5RTR

FDRD SASE RTYH

FU816 OUYT RDVB

FHBV CDFQ WERT

FMKI 88YT GFD8

KLLP DJHD DBJD

EDXX DSZS SDFG

HDFH DNBH NDJL

VFGV JMCK DMHN

NDJD FBGJ FJFK

ERTY HJNB VCDS

F10IU JHGV CDSE

F7UI JHBG FDFR

FXCV BNMK DSXC

F0KM JNBV CXSD

Garena Free Fire ফ্রি কোড কীভাবে রিডিম করবেন

  • প্রথমেই আপনাকে গ্যারিনার অফিশিয়াল ওয়েবসাইটে (https://reward.ff.garena.com/en) ভিজিট করতে হবে।
  • তারপর Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
  • এরপর উপরের দেওয়া যেকোনও একটি রিডিম কোড কপি করে সেটি ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘continue’ বাটনে ক্লিক করতে হবে।

-এরপর আপনার স্ক্রিনে ডবল চেক বক্স আসবে। সেখানে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।

আপনার ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। তবে মনে রাখতে হবে, এই ফ্রি রিডিম কোড ব্যবহার করতে খানিকটা সময় লাগে। কোনও কারণে যদি আপনার ফ্রি কোড রিডিম না হয়, তাহলে সেই মেসেজ আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে। অন্যথায় ফ্রি রিডিম কোড ব্যবহার করার জন্য আপনাকে ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

RELATED ARTICLES

Most Popular