HomeTech NewsFree Fire Redeem Codes 29 May 2022 Today: আজকের গেরিনা ফ্রি ফায়ার...

Free Fire Redeem Codes 29 May 2022 Today: আজকের গেরিনা ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

আজ ২৯ মে গেরিনা ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন (Garena Free Fire redeem codes for 29 May 2022)

Garena Free Fire today redeem codes 29 May: ভারতে গেরিনা ফ্রি ফায়ার গেমটি ব্যান হয়ে গেলেও এর জনপ্রিয়তা কিন্তু কোনো অংশই কমেনি। যাদের মোবাইলে গেমটি ডাউনলোড করা রয়েছে তারা অনেকেই এর মজা নিতে পারছেন। সাথে ফ্রি রিডিম কোড ব্যবহার করে বিনামূল্যে ইন গেম আইটেম অর্জন করার সুযোগও অব্যাহত। ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে আজকের ফ্রি রিডিম কোডগুলি। যদিও এই কোডগুলি ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত বৈধ। এরপর এই কোড ব্যবহার করে কোনো পুরস্কার পাওয়া যাবে না। তাই সময় পেরিয়ে যাওয়ার আগে কোডগুলো ব্যবহার করুন এবং জিতে নিন বিনামূল্যে ইনগেম আইটেম।

Garena Free Fire redeem codes for 29 May 2022 (গেরিনা ফ্রি ফায়ার রিডিম কোড ২৯ মে ২০২২)

FV5G-H7YS-76W5

TRF5-G2H7-TJGI

8B8V-7Y6T-SV3E

BN4M-5K6L-YO9N

F3U7-6RTG-FJKR

6MHK-O8F7-D6SI

RFV3-BN4M-5KYO

H7U6-TD6E-V45N

FB9W-R4FT-5GHJ

6EK5-6Y7U-OJN8

B76S-TRQF-234I

RT7G-65R4-ESA8

Free Fire redeem codes for Today (আজকের ফ্রি ফায়ার রিডিম কোড)

F8BU-VYHB-S7AJ

IQU7-652U-4ED3

FR4G-HGJB-IV87

F65S-TR6I-DF8V

FYIG-7F6D-TRFE

4VB5-6YGF-TX4A

QED1-T25W-4ESD

CVFE-GT67-5UHN

F2WV-B3E4-N5K6

YUOJ-9N8B-UV1Y

FH2D-EN45-K6O7

Y3UJ-98NB-7V6C

Free Fire redeem code for 29 May 2022: How to redeem (ফ্রি ফায়ার রিডিম কোড ২৯ মে ২০২২ কীভাবে রিডিম করবেন)

• প্রথমেই গেরিনার অফিশিয়াল ওয়েবসাইটে যান (https://reward.ff.garena.com/en)।

• এবার Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন ।

• উপরের একটি রিডিম কোড কপি করে সেটি টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm’ বাটনে ক্লিক করুন।

• এরপর আপনার স্ক্রিনে পপ আপ আসবে চেক করার জন্য। এবার ‘ok’ বাটনে ক্লিক করুন।

আপনার ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সমাপ্ত হল। এরপর ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। কোনও কারণে যদি কোড রিডিম না হয়, তাহলে গেরিনার তরফে একটি ইমেল পাঠিয়ে দেওয়া হবে। তা না হলে ২৪ ঘন্টার মধ্যে আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন।

RELATED ARTICLES

Most Popular