HomeTech Newsফোনে হাত না লাগিয়ে যে কাউকে পাঠান অডিও মেসেজ, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টে...

ফোনে হাত না লাগিয়ে যে কাউকে পাঠান অডিও মেসেজ, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টে এল নতুন ফিচার

এই ফিচারটি ফোনে থাকা কন্ট্যাক্ট এবং হোয়াটসঅ্যাপ দুটিতেই কাজ করবে বলে জানা গিয়েছে।

বন্ধুবান্ধব অথবা পরিবারের সদস্যদের ফোন রিসিভ করে কথা বলার সময় আপনি কি অলসতা বোধ করেন? কিংবা টেক্সট মেসেজ করার প্রয়োজন পড়লে টাইপিং করতে গিয়ে কি আপনি ক্লান্ত হয়ে যান? এইসব সমস্যা থেকে মুক্তি দিতে Google এবার তাদের Voice Assistant ফিচার আপগ্রেড করলো৷ গুগলের ব্লগ পোস্টে ঘোষণা করা হয়েছে, এবার থেকে ইউজাররা গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমেই ফোনের যে কোনো কন্ট্যাক্টে অডিও মেসেজ পাঠাতে পারবেন। এই ফিচারটি ফোনে থাকা কন্ট্যাক্ট এবং হোয়াটসঅ্যাপ দুটিতেই কাজ করবে বলে জানা গিয়েছে।

এই নতুন ফিচারটির সুবিধা নেওয়ার জন্য আপনাকে শুধু বলতে হবে, “Hey Google, send a audio message to….”এরপর সংশ্লিষ্ট কন্ট্যাক্ট এবং তাকে আপনি যে মেসেজ টা দিতে চাইছেন সেটি ভয়েসের মাধ্যমে জানাতে হবে. অথবা শুধু, “Hey Google, send a audio message to” বললেই গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কোন কন্ট্যাক্টে অডিও মেসেজটি পাঠাতে চাইছেন এবং কি মেসেজ রেকর্ড করতে চাইছেন। বলাবাহুল্য, এই অডিও মেসেজ পাঠানোর পুরো প্রক্রিয়াটিই হ্যান্ডস-ফ্রী ৷

যদি আপনি ‘Hey Google’ ভয়েস কম্যান্ডটি এনাবেল না করে থাকেন সেক্ষেত্রে কোনো কন্ট্যাক্টে অডিও নোট পাঠানোর জন্য গুগল অ্যাসিস্ট্যান্টকে শুধু ম্যানুয়ালি লঞ্চ করলেই হবে৷

Google Voice Assistant এর প্রোডাক্ট ম্যানেজার একটি ব্লগ পোস্টে লিখেছেন, “ভয়েস মেসেজিং হচ্ছে মর্ডান ডে ওয়াকি-টকি। পরিবার ও বন্ধুবান্ধবদের কোনো বার্তা তাড়াতাড়ি পাঠানোর এটি সবচেয়ে সহজতর উপায়। আপনি এবার থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমেই অডিও মেসেজ পাঠাতে পারবেন— ছোট মাইক আইকনটি চেপে রাখা ছাড়াই। ফিচারটি এখন বিশ্বের সমস্ত ইংরেজিভাষী দেশে উপলব্ধ হবে।

হোয়াটসঅ্যাপে এখন কাউকে ভয়েস মেসেজ পাঠাতে গেলে অ্যাপ ওপেন করে স্ক্রল ডাউন করে, কন্ট্যাক্ট সিলেক্ট করে মাইক বাটন চেপে রেখে, তারপর অডিও নোট পাঠাতে হয়। Google Voice Assistant এ এই প্রক্রিয়াটি যেহেতু সম্পুর্ণভাবে ভয়েস ভিত্তিক, তাই ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছেও উপযোগিতা লাভ করবে বলে মনে করা হচ্ছে।

গুগল তার ভয়েস অ্যাসিস্ট্যান্ট আরো কয়েকটি ইন্টারেস্টিং ফিচার হাইলাইট করেছে। যেমন- গুগল অ্যাসিস্ট্যান্ট ওয়েব আর্টিকেলও পড়তে পারে। সেটার জন্য ভয়েস কমান্ড দিতে হবে, “Hey Google, read this page” ৷

আবার গুগল অ্যাসিট্যান্টের মাধ্যমে কুইক সেলফিও তোলা যায়. তার জন্য কমান্ড দিতে হবে, “Hey Google, take a selfie”৷ অ্যাসিট্যান্টটি তখন ফোনের ফ্রন্ট ক্যামেরা লঞ্চ করার পর এক-তিন কাউন্টডাউনের পর সেলফি ক্যাপচার করবে।

এছাড়া, গুগল অ্যাসিস্ট্যান্ট ডেলিভারি ও টেকআউট অফার করা এরকম রেস্টুরেন্টের সন্ধানও দিতে পারে। তেমনি গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফোনে থাকা কনট্যাক্টের মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপন বা বন্ধুর সাথে ফেভারিট কনটেন্ট শেয়ার করার সুবিধাও পাওয়া যায় ৷

RELATED ARTICLES

Most Popular