Google Pixel 8, Pixel 7a ফোনের তথ্য ফাঁস, থাকবে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে

Avatar

Published on:

চলতি বছরের শেষ কোয়ার্টারে লঞ্চ হতে পারে Google Pixel 7 Pro ও Google Pixel 7। এই মাসের শুরুতে অনুষ্ঠিত গুগল ডেভেলপার কনফারেন্স ইভেন্টে এই ফোনগুলির ঝলক দেখানো হয়েছে। গতকালই ফোন দুটির ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। যারপর বলা যায়, Google Pixel 7 Pro ও Google Pixel 7 বিশাল আপগ্রেডশন সহ আসবে না। তবে এদের লঞ্চের আগে এখন উত্তরসূরী, Google Pixel 8 নিয়ে তথ্য সামনে এল।

খোঁজ মিললো নতুন দুটি Google Pixel ফোনের

9to5google তাদের একটি রিপোর্টে জানিয়েছে যে, তারা AOSP কোডে দুটি নতুন গুগল পিক্সেল ফোনের কোডনেম খুঁজে পেয়েছ, যেগুলি হল Felix ও Lynx। এই দুটি ডিভাইস গুগল পিক্সেল ৭এ ও গুগল পিক্সেল ৮ নামে বাজারে আসতে পারে।

এরমধ্যে Lynx ডিভাইসটির সংক্ষিপ্ত কোডনেম ‘G10’। উল্লেখ্য, Google Pixel 7, Pixel 7 Pro ফোন দুটির কোডনেম যথাক্রমে ‘Cheetah’ (C10) ও ‘Panther’ (P10)।

যাইহোক, রিপোর্টে বলা হয়েছে, G10 কোডনেমের ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। এই একই ডিসপ্লে ফিচার ছিল Pixel 6 ফোনেও। এই ডিসপ্লে Samsung এর পরিবর্তে চীনের BOE সংস্থা দ্বারা তৈরী করা হবে। আবার ফোনটি যে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দ্বারা চালিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না

সঙ্গে থাকুন ➥