সস্তায় বাজারে এল Hammer এর নতুন ওয়্যারলেস ইয়ারবাড, দাম ১৩০০ টাকা

Avatar

Published on:

অডিও ও ফিটনেস প্রোডাক্ট ব্রান্ড Hammer আজ Hammer Blue Airflow নামে একটি ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড বাজারে আনলো৷ এই ইয়ারবাডের মূল আকর্ষণ এর অ্যার্গোনমিক ডিজাইন৷ হালকা ওজনের এই ইয়ারবাড আরামদায়কভাবে পরিধেয় বলে, এটি সারা দিন কানে লাগিয়ে রাখা বা শারীরিক কসরত করার সময় ব্যবহারকারীর প্রথম পছন্দ হয়ে উঠতে পারে৷

কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইটে Hammer Blue Airflow এর দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা৷ তবে আমরা দেখেছি ফ্লিপকার্টে ও অ্যামাজনে এটি ১,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে৷ এটি ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশানে উপলব্ধ৷ এছাড়া ম্যানুফ্যাকচারিং ত্রুটির ক্ষেত্রে কোম্পানি দিচ্ছে ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি৷

Hammer Blue Airflow স্ন্যাগ ফিট এবং এর ইয়ার কাপ অ্যান্টি স্লিপ সিলিকনের হওয়ায়, ওয়ার্কআউটের সময়ও এটি কান থেকে খুলে সহজে পড়ে যাবে না৷ একবার চার্জ দিলে এই ইয়ারবাডে ৩-৪ ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে৷ অপরদিকে এর ৩০০ এমএইচ ব্যাটারির চার্জিং কেসের মাধ্যমে ইয়ারবাডটিকে আপনি চারবার চার্জ দিতে পারবেন৷ এতে থাকছে কুইক চার্জ ফিচার৷ ১৫ মিনিট চার্জ দিলেই ১ ঘন্টা মিউজিক শোনা যাবে৷ ফোনে কথা বলার জন্য এতে দেওয়া হয়েছে মাইক্রোফোন।

কানেক্টিভিটির জন্য এতে আছে ব্লুটুথ ৫.০৷ এটি সিরি এবং গুগল অ্যাসিট্যান্ট সাপোর্টের সাথে এসেছে৷ অর্থাৎ অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপেলের আইফোন বা আইপ্যাডের সাথেও এটি ব্যবহার করা যাবে৷

সঙ্গে থাকুন ➥