Hero MotoCorp আগামী বছরেই আনছে ইলেকট্রিক টু-হুইলার

Avatar

Published on:

ভারতে হিরো মোটো কর্প (Hero MotoCorp)-এর প্রতিদ্বন্দ্বী বাজাজ (Bajaj) ও টিভিএস (TVS) ইতিমধ্যে ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে৷ ফলে ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থাটি কবে পা রাখবে তা নিয়ে জল্পনা দীর্ঘদিনের৷ এদিকে হিরো কিন্তু হাত গুটিয়ে থাকার পাত্র নয়৷ ভারতে ব্যাটারি সোয়াপিং স্টেশন এবং নিজস্ব ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করার জন্য হিরো সম্প্রতি তাইওয়ানের গোগোরো (Gogoror)-র সাথে জোট বেঁধেছে৷ আরবান ব্যাটারি সোয়াপিং” ও “স্মার্ট মোবিলিটি” উদ্ভাবনের জন্য গোগোরোর খ্যাতি বিশ্বজোড়া। সেই মতই লেটেস্ট রিপোর্টে চমক দেওয়ার মতো একটি তথ্য সামনে এল৷ রিপোর্ট বলছে, আগামী বছরেই হিরো অফিসিয়ালভাবে ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে পা রাখছে৷

মানিকন্ট্রোল-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, নতুন প্রোডাক্ট লঞ্চের মাধ্যমে হিরো ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে প্রবেশ করবে৷ যদিও প্রোডাক্টটি কী, সেই নিয়ে রিপোর্টে কিছু উল্লেখ করা হয়নি৷ তবে যা ট্রেন্ড চলছে, হিরো আগামী বছর ইলেকট্রিক স্কুটারই প্রথম লঞ্চ করবে বলে মন্তব্য করা যায়৷

প্রসঙ্গত, Hero কয়েক বছর আগে Duet ও Maestro স্কুটারের ইলেকট্রিক ভার্সন প্রদর্শন করেছিল৷ ফলে এই দুটি ই-স্কুটারের মধ্যে একটি আগামী বছর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আবার এটাও হতে পারে যে হিরো নতুন ডিজাইন ও নতুন ব্র্যান্ড নাম সহ ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল৷

অন্যদিকে, গোগোরা বিশ্বের বিভিন্ন দেশে হাজারের বেশি ব্যাটারি সোয়াপিং স্টেশন গড়ে তুলেছে৷ ফলে হিরোর আপকামিং ই-স্কুটারে ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি থাকবে বলে ধরে নেওয়া যায়৷ আবার হিরো অফিসিয়াল বিবৃতিতে বলেছিল, দেশে হিরো মোটোকর্প ব্র্যান্ডেড আপকামিং ইলেকট্রিক টু-হুইলারগুলিতে গোগোরো-র অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়সাধন করা হবে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥