Honda তাদের নতুন Skill Enhancement সেন্টার খুলল, মিলবে কারিগরির প্রশিক্ষণ

Published on:

দেশের যুব সমাজের কারিগরি বিদ্যায় দক্ষতা বৃদ্ধির বিষয়ে ভীষণ সক্রিয় হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। কারণ এর আগে দুটি দক্ষতা বৃদ্ধি কেন্দ্র বা Skill Enhancement Centre চালু করেছিল সংস্থাটি। যুব সম্প্রদায়কে কর্মক্ষম করে তুলতে ভারতে ফের একটি এহেন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করল HMSI। বেঙ্গালুরুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই (ITI, Bangalore)-এর সাথে যৌথভাবে Honda তাদের তৃতীয় দক্ষতা বৃদ্ধি কেন্দ্র তৈরি করেছে।

উল্লেখ্য গত বছর ডিসেম্বরে কোটা’তে হন্ডার দ্বিতীয় স্কিল এনহান্সমেন্ট সেন্টারটি খোলা হয়েছিল। বেঙ্গালুরুর সেন্টারটি স্থানীয় যুবক-যুবতীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলবে। সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগেশ্বর এস (ডিরেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড এম্প্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ কর্ণাটক), ভাইজাগন্দ (জয়েন্ট ডিরেক্টর, ব্যাঙ্গালোর ডিভিশনাল অফিস, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড এম্প্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ কর্ণাটক), হালাপ্পা শেট্টি (ডেপুটি ডিরেক্টর অ্যান্ড প্রিন্সিপাল, গভর্নমেন্ট মডেল আইটিআই, বেঙ্গালুরু)।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন এম এস শ্রীবাস্থ (ডেপুটি জেনারেল ম্যানেজার, রিজিওনাল অফিস সাউথ কাস্টমার সার্ভিস, এইচএমএসআই), বিবেক তালুজা (ডেপুটি জেনারেল ম্যানেজার, রিজিওনাল অফিস সাউথ কাস্টমার সার্ভিস, এইচএমএসআই) সহ আরো অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, বেঙ্গালুরুর এই দক্ষতা বৃদ্ধি কেন্দ্রটি বর্তমানে পুরোদস্তুর সক্রিয়। এখানে দু’চাকার গাড়ির যাবতীয় খুঁটিনাটি (রক্ষণাবেক্ষণ ও মেরামত) এবং পরিষেবা পরিকাঠামোর বিষয়ে হাতেনাতে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের আগ্রহের অন্যতম কারণটি হল, ট্রেনিং শেষ করার পর HMSI তাদের ডিলারশিপে সফল প্রার্থীদের নিয়োগ করার চেষ্টা করে।

সঙ্গে থাকুন ➥