পাওয়ারফুল ইন্টেল প্রসেসর সহ Honor MagicBook X14 এবং X16 (2023) ভারতে আসছে, এখান থেকে কেনা যাবে

Avatar

Published on:

Honor MagicBook X14 X16 2023 Processor

Honor বিগত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে স্মার্টফোনের থেকে ল্যাপটপ বেশি লঞ্চ করছে। গত এক বছরের মধ্যে সংস্থাটিকে এদেশে Honor MagicBook X14 এবং Honor MagicBook X15 ঘোষণা করতে দেখেছি আমরা। আবার সম্প্রতি ১১তম প্রজন্মের ইন্টেল প্রসেসরের সাথে MagicBook X14 ল্যাপটপের একটি রিফ্রেশড ভার্সনকেও নিয়ে আসা হয়েছে। এখন আবার মনে হচ্ছে Honor ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসরের সাথে তাদের MagicBook X-সিরিজের ল্যাপটপগুলির ২০২৩ সংস্করণ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এক্ষেত্রে Honor MagicBook X14 (2023) এবং Honor MagicBook X16 (2023) এডিশন ভারতে লঞ্চ করা হতে পারে। কেননা এই আসন্ন দুটি ল্যাপটপকে আজ ই-কমার্স সাইট অ্যামাজনে (Amazon) -এ তালিকাভুক্ত হতে দেখা গেছে। যার দরুন আনুষ্ঠানিক লঞ্চের আগেই উভয় ডিভাইসের একাধিক কী-ফিচার এবং স্পেসিফিকেশন সামনে এসেছে।

Honor MagicBook X14 এবং X16 (2023) ল্যাপটপের স্পেসিফিকেশন

অনলাইন শপিং সাইট অ্যামাজনের লিস্টিং অনুযায়ী, অনর ম্যাজিকবুক এক্স১৪ (২০২৩) এডিশন ল্যাপটপটি ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থিত ১৪-ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। অন্যদিকে, ম্যাজিকবুক এক্স১৬ (২০২৩) মডেলে দেখা যাবে ১৬-ইঞ্চির ফুল এইচডি IPS স্ক্রিন, যা ৮৯% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। এছাড়া উভয় ডিভাইসই ১৬:১০ এসপেক্ট রেশিও এবং ৩০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। পরিমাপের কথা বললে, তুলনায় ছোট স্ক্রিন যুক্ত মডেলটি অর্থাৎ ম্যাজিকবুক এক্স১৪ ১৬.৫ মিমি পুরু এবং ১.৪ কেজি ওজন হবে। আর ম্যাজিকবুক এক্স১৬ ১৭.৯ মিমি পুরু এবং ১.৭৫ কেজি ওজনের সাথে আসবে।

আবার উভয় ল্যাপটপ ইন্টেলের নতুন ১২তম প্রজন্মের কোর i5-12450H প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া দুটি মডেলই – ৮ জিবি / ১৬ জিবি LPDDR4X র‌্যাম এবং ৫১২ জিবি SSD স্টোরেজ বিকল্প অফার করবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ল্যাপটপগুলিতে ৬০Whr ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা টাইপ-সি পোর্টের মাধ্যমে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং একক চার্জে ৯ ঘন্টা পর্যন্ত ডিভাইসকে সক্রিয় রাখবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, Honor MagicBook X14 এবং X16 (2023) উভয়ই ইন্টারনাল স্টোরেজ সম্প্রসারণের জন্য অতিরিক্ত SSD স্লট সহ আসবে। এগুলি – ব্যাকলিট কী-বোর্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ওয়েবক্যাম, দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি টাইপ-সি পোর্ট অফার করবে। যদিও শুধুমাত্র Honor MagicBook X16 মডেলে একটি ডেডিকেটেড নামপ্যাড পাওয়া যাবে।

আপকামিং Honor MagicBook X14 এবং X16 (2023) ল্যাপটপ দুটির ফিচার সম্পর্কে আপাতত এই তথ্যগুলি সামনে এসেছে। এগুলির দাম, লঞ্চের তারিখ বা বিক্রয়ের তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

সঙ্গে থাকুন ➥