প্রোডাক্ট কী ছাড়াই Activate Windows ওয়াটারমার্ক কিভাবে সরাবেন

Published on:

উইন্ডোজ ১০ অ্যাক্টিভেট না করলে বা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে মাইক্রোসেফট সেটি চালু করার কথা স্মরন করানোর জন্য স্ক্রিনে ওয়াটারমার্ক যোগ করে দেয়। নীচের দিকে ডানকোন ঘেষে তখন একটি টেক্সট দেখা যায়, “Activate Windows 10 – Go to settings to activate Windows।” এই লেখাটি সরানোর জন্য দরকার একটি বৈধ প্রোডাক্ট কী এর। এই কী-র মাধ্যমে সিস্টেম অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট থাকলেই উইন্ডোজ ডিফেন্ডার বলুন বা অন্যান্য সিকিরিউটি ফিচার বা অপারেটিং সিস্টেম কাস্টোমাইজ করা সহ অন্যান্য সুবিধা পাওয়া যায়। তবে প্রোডাক্ট কী ছাড়াই একাধিক পথ অনুসরন করেই এই অ্যাক্টিভেশন টেক্সট চিরদিনের জন্য সহজেই ভ্যানিশ করা সম্ভব। আজ আমরা সেরকমই একটি সহজ উপায় আপনাদেরকে জানাবো। তাহলে আসুন জেনে নিই কিভাবে Activate Windows 10 ওয়াটারমার্ক কম্পিউটার থেকে সরানো যায়।

Registry Editor -এর মাধ্যমে উইন্ডোজ ১০ ওয়াটারমার্ক রিমুভ করার পদ্ধতি

১. প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করে ‘Regedit’ লিখে সার্চ করুন। তারপর Registry Editor সার্চ রেজাল্টে ক্লিক করুন।
২. এবার সেখানে HKEY_CURRENT_USER>Control Panel> Desktop লোকেশানে যান।
৩. এবার Desktop ফোল্ডারে স্ক্রল ডাউন করে PaintDesktopVersion-এ ডাবল ক্লিক করুন।
৪. সেখানে Hexadecimal সিলেক্ট করে ভ্যালু ডেটার জায়গায় 0 বসিয়ে OK তে ক্লিক করে রেজিস্ট্রি এডিটর ক্লোজ করে দিন।

এরপর সেটি কার্যকর করার জন্য উইন্ডোজ টেন রিস্টার্ট করুন। তারপরে লগ ইন করে দেখতে পাবেন আপনার কাজ হাসিল, ‘Activate Window’ ওয়াটারমার্ক আর দৃশ্যমান হবে না।

সঙ্গে থাকুন ➥