স্ক্রিনশট না নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে সেভ করবেন, জেনে নিন সহজ পদ্ধতি

Avatar

Published on:

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে মেসেজিং-এর জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ WhatsApp। একটা সময় ছিল যখন টেক্সট মেসেজের স্বল্প পরিসরে সব কথা ধরানোর জন্য আমরা শব্দের ছোট ফর্ম ব্যবহার করতাম। আর এখন এক একটা শব্দ আলাদা আলাদা মেসেজে পাঠাই। WhatsApp আমাদের জীবনকে এতটাই সহজ করে দিয়েছে। বিশ্ব জুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মেসেজ পাঠানো হয় এই অ্যাপের মাধ্যমে। ব্যক্তিগত মেসেজের পাশাপাশি পেশাগত কাজেও বার্তালাপ করা হয় এই অ্যাপে। গত বছর F8 ডেভেলপার কনফারেন্সে Facebook জানিয়েছে প্রতিদিন WhatsApp ব্যবহারকারীরা ৬৫ বিলিয়ন মেসেজ পাঠায়। এই সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে।

WhatsApp-এ কোন মেসেজ সেভ করার জন্য আমরা সাধারণত স্ক্রিনশট নিয়ে থাকি। এর ফলে ফোনের স্টোরেজ নষ্ট হয় আলাদা করে। কিন্তু আরেকটি পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি স্ক্রিনশট না নিয়েই WhatsApp মেসেজ সেভ করতে পারেন। Android, iOS ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা উপলব্ধ আছে।

Android-এর ক্ষেত্রে স্ক্রিনশট না নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে সেভ রাখবেন

১. সবার প্রথমে WhatsApp খুলুন।
২. এরপর যে চ্যাট আপনি সেভ করতে চান সেখানে যান।
৩. এবার সেই মেসেজটি সিলেক্ট করুন যেটি আপনি সেভ করতে চান। এর জন্য আপনাকে মেসেজে ট্যাপ করে হোল্ড করতে হবে।
৪. এবার আপনার স্ক্রিনের উপরের দিকে একটি স্টার আইকন দেখতে পাবেন। এর উপর ট্যাপ করুন।
৫. এর ফলে আপনার মেসেজটি স্টার মার্ক বা বুকমার্ক হয়ে যাবে।

iOS এর ক্ষেত্রে স্ক্রিনশট না নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে সেভ রাখবেন

১. সবার প্রথমে WhatsApp-এ যান।
২. এরপর যে চ্যাটটি সেভ করতে চান সেটি ওপেন করুন।
৩. এবার মেসেজে ট্যাপ করে হোল্ড করুন।
৪. এরপর স্টার আইকনে ক্লিক করুন। এর ফলে আপনার মেসেজ সেভ হয়ে যাবে।

স্টার করা মেসেজ পরে পড়ার জন্য WhatsApp খুলে উপরে ডান দিকে তিনটি ডট চিহ্নে ট্যাপ করুন। এখানেই Starred messages অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে মেসেজের উৎসেও যেতে পারেন।

সঙ্গে থাকুন ➥