HomeTech Newsজল্পনার অবসান, ২২ ফেব্রুয়ারি লঞ্চ হবে ফোল্ডিং ফোন Huawei Mate X2

জল্পনার অবসান, ২২ ফেব্রুয়ারি লঞ্চ হবে ফোল্ডিং ফোন Huawei Mate X2

আগামী ২২ ফেব্রুয়ারি লঞ্চ হবে ফোল্ডেবল ফোন Huawei Mate X2। কোম্পানির তরফে একটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম তৈরী করে তাদের আসন্ন ফোল্ডিং ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। গত সোমবার একজন উইবো ইউজারও জানিয়েছিলেন ২২ ফেব্রুয়ারি হুয়াওয়ে মেট এক্স২ ফোনটি লঞ্চ হতে পারে। বলার অপেক্ষা রাখেনা এই ফোনটি ২০১৯ সালে লঞ্চ হওয়া Huawei Mate X এর আপগ্রেড ভার্সন হবে। এতে কিরিন ৯০০০ চিপসেট, ৬৬ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট থাকবে।

একজন চীনা টিপ্সটার জানিয়েছেন, হুয়াওয়ে মেট এক্স২ ফোনটি ইন ফোল্ড ডিজাইন সহ আসবে। যদিও এর ডিজাইন Galaxy Z Fold 2 এর থেকে পৃথক হবে বলেই টিপ্সটার দাবি করেছেন। প্রসঙ্গত Huawei Mate X, Mate Xs ফোনগুলি আউট ফোল্ড ডিজাইন সহ লঞ্চ হয়েছিল।

Huawei Mate X2 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্বাভাবিক ভাবেই হুয়াওয়ে মেট এক্স২ ফোনে থাকবে দুটি স্ক্রিন। যার প্রধান ডিসপ্লের সাইজ হবে ৮.১ ইঞ্চি (২৪৮০ x ২২২০ পিক্সেল)। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আবার সেকেন্ডারি ডিসপ্লের সাইজ হবে ৬.৪৫ ইঞ্চি (২২৭০x১১৬০ পিক্সেল)। এতে ৫এনএম কিরিন ৯০০০ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

ফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। যার সাথে ৬৬ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করবে। এদিকে ফটোগ্রাফির জন্য হুয়াওয়ে মেট এক্স২ ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হবে ১৬ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল। এই ক্যামেরায় ১০এক্স হাইব্রিড জুম সাপোর্ট করবে। ফোনটির সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular