iPhone ব্যবহারকারীদের জন্য এল iOS 15 এর বিটা আপডেট, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

Avatar

Published on:

আইফোন ইউজারদের জন্য গত মাসেই লেটেস্ট আইওএস অপারেটিং সিস্টেম iOS 15-এর ঘোষণা করেছে Apple। এখন, সংস্থাটি এই ওএসের প্রথম পাবলিক বিটা চালু করেছে। আপাতত বিটা প্রোগ্রামটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে ওএস ভার্সনটিকে পরীক্ষামূলক ভাবে উপভোগ করতে পারবেন। সব ঠিকঠাক থাকলে, আপডেটটি সমস্ত আইফোন ইউজারদের জন্য উপলব্ধ হবে। চলুন, iOS 15 (আইওএস ১৫)-এর এই ওপেন বিটা আপডেট সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

নিজেদের আইফোনে iOS 15 পাবলিক বিটা কীভাবে ডাউনলোড/ইনস্টল করবেন

১. প্রথমে আপনার ডিভাইসের ব্যাকআপ নিন (প্রয়োজনে ওয়েবসাইট থেকে ব্যাকআপের পদ্ধতি জেনে নিন)।

২. এবার ওয়েবসাইটে যান এবং সাইন আপ বাটনে ক্লিক করুন। এরপর আপনার অ্যাপল আইডি ব্যবহার করে সাইন ইন করুন।

৩. এবার ওয়েবসাইট ওপেন করুন এবং ‘এনরোল ইওর আইফোন’ অপশন না পাওয়া পর্যন্ত পেজটি স্ক্রল করতে থাকুন।

৪. এরপর ডাউনলোড প্রোফাইল নির্বাচন করুন ও ইনস্টল অপশন সিলেক্ট করুন।

৫. পাসকোড এন্টার করে ডিভাইসটি রিবুট করুন।

৬. এরপর সেটিংস> জেনারেল> সফ্টওয়্যার আপডেট অপশনে যান।

৭. আইওএস ১৫ পাবলিক বিটা অপশন উপস্থিত হলে তাতে ক্লিক করুন।

৮. সবশেষে প্রদত্ত ডাউনলোড অপশনে ক্লিক করলেই বিটা সংস্করণ ইনস্টল হয়ে যাবে।

এই প্রসঙ্গে বলে রাখি, iOS 15 বিটা আপডেট ইন্সটল করার জন্য আপনাদের আইফোনে (iPhone 6s এবং তার পরবর্তী ডিভাইস) কমপক্ষে ৫ জিবি ফ্রি স্টোরেজ থাকতে হবে। এছাড়া ফোনে ৫০% ব্যাটারি লাইফ থাকাও প্রয়োজন। অন্যদিকে এই বিটা আপডেট সম্পর্কে অ্যাপল (Apple) ইউজারদের সতর্ক করে বলেছে যে, যেহেতু এটির স্টেবল ভার্সন এখনও অ্যাপল দ্বারা রিলিজ করা হয়নি, তাই এতে কিছু ত্রুটি থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥