iQOO 7 ভারতে আসার আগেই ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ চীনে লঞ্চ হল

Avatar

Published on:

ভিভো-র সাব ব্র্যান্ড, আইকো চলতি বছরের জানুয়ারিতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে লঞ্চ করেছিল iQOO 7 সিরিজ। আগামী ২৬ এপ্রিল এই সিরিজ ভারতে পা রাখবে। তবে এদেশে আগমনের আগে এই সিরিজের বেস মডেল অর্থাৎ, iQOO 7 এর জন্য নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের ঘোষণা করল কোম্পানি। এখন থেকে এই ফোনটি ঘরেলু মার্কেটে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

IQOO 7 এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম

আইকো ৭ এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৮৯৮ ইউয়ান, যা প্রায় ৪৪,৫০০ টাকা। এই ভ্যারিয়েন্ট লেটেন্ট ব্লু ও ব্যাকল্যান্ড কালারে পাওয়া যাবে।

এর আগে iQOO 7 ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ উপলব্ধ ছিল। এদের দাম ছিল যথাক্রমে ৩,৭৯৮ ইউয়ান, (প্রায় ৪৩,০৯০ টাকা) ও ৪,১৯৮ ইউয়ান (প্রায় ৪৭,৫৯০ টাকা)।

এদিকে জল্পনা চলছে iQOO Neo 5 এর রিব্র্যান্ডেড ভার্সন হয়ে ভারতে লঞ্চ হবে iQOO 7। অর্থাৎ চীনের মত ভারতে আইকো ৭ একই স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে না।‌ সেক্ষেত্রে এই ফোনে স্ন‌্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের বদলে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকবে। এই ফোনের দাম ৩০,০০০ টাকার কম রাখা হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥