Lenovo Tab P12 Pro আসছে ডুয়াল-ব্যান্ড Wi-Fi ও NFC ফিচারের সাথে, পেল FCC সার্টিফিকেশন

Published on:

Lenovo Tab P12 Pro নামে এক নতুন ট্যাবলেট ডিভাইসের উপর কাজ করছে লেনোভো৷ ট্যাবটিকে এ মাসের শুরুতে গুগল প্লে কনসোলে স্পট করা হয়েছিল। প্লে কনসোল লিস্টিং থেকে Lenovo Tab P12 Pro-এর বেশ কিছু স্পেসিফিকেশন সামনে আসে। এখন Lenovo Tab P12 Pro আমেরিকার FCC সার্টিফিকেশন পেয়েছে। ট্যাবটিতে কী কী কানেক্টিভিটি অপশন থাকবে, তা FCC-এর লিস্টিং থেকে প্রকাশ্যে এসেছে।

Lenovo Tab P12 Pro কে TB-Q706F মডেল নম্বর-সহ FCC-তে দেখা গিয়েছে। এতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং এনএফসি সাপোর্ট থাকবে বলে FCC-এর লিস্টিং থেকে জানা গিয়েছে।

অন্য দিকে, গুগল প্লে কনসোল লিস্টিং অনুসারে, লেনেভো ট্যাব পি ১২ প্রো-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট থাকতে চলেছে। ট্যাবটি ৮ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম-সহ আসবে।

প্রসঙ্গত, গত বছর, Lenovo Xiaoxin Pad Pro-র রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Lenovo Tab P11 Pro লঞ্চ করা হয়েছিল। ফলে আসন্ন Lenovo Tab P12 Pro, Lenovo Xiaoxin Pad Pro 2021-এর রিব্যাজড মডেল হতে পারে। যদিও স্পেসিফিকেশনের একটু অদলবদল কাম্য।

এতএব লেনেভো ট্যাব পি১২ প্রো-তে ডলবি ভিশন প্রযুক্তির ২৫৬০x১১৬০ পিক্সেল রেজোলিউশনের ৯০ হার্টজ ১১.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে পারে। এছাড়া, ডুয়েল (১৩+৫ মেগাপিক্সেল) রিয়ার ক্যামেরা সেটআপ, ডুয়েল (৮+৮ মেগাপিক্সেল) ফ্রন্ট ক্যামেরা, ডলবি এটমস প্রযুক্তির কোয়াড স্পিকার, ৮,৬০০ এমএএইচ ব্যাটারি-সহ আসতে পারে লেনেভো ট্যাব পি১২ প্রো।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥