HomeTech Newsমাসে ৬৯৯ টাকা খরচ করলেই Facebook ও Instagram-এ ব্লু টিক, ভারতে চালু...

মাসে ৬৯৯ টাকা খরচ করলেই Facebook ও Instagram-এ ব্লু টিক, ভারতে চালু হল Meta ভেরিফাইড পরিষেবা

সোশ্যাল মিডিয়া সংস্থা Meta ভারতে তাদের ভেরিফাইড (Verified) পরিষেবা চালু করল, যার ফলে Facebook এবং Instagram ব্যবহারকারীরা ব্লু ভেরিফিকেশন টিক কিনতে পারবেন। আপাতত এই পরিষেবাটি মোবাইল অ্যাপের জন্য নিয়ে আসা হয়েছে। Meta Blue Tick Verified পরিষেবা গ্রহণ করার জন্য মাসিক ৬৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। আর আগামী কয়েক মাসের মধ্যে ওয়েবে প্রতি মাসে ৫৯৯ টাকার বিনিময়ে এই সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে যে,”মেটা ভেরিফায়েড এখন ভারতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য উপলব্ধ। আইওএস বা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মাসে ৬৯৯ টাকা ফি দিয়ে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে ওয়েব ভার্সনের জন্য এই পরিষেবা নিয়ে আসবো এবং প্রতি মাসে ৫৯৯ টাকা চার্জ করবো।” উল্লেখিত মাসিক চার্জ ছাড়াও ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্টে ব্লু টিক লাগাতে সরকারি আইডি দিতে হবে।

Meta ভেরিফিকেশন সার্ভিস নেওয়ার পরে এই সুবিধাগুলি পাওয়া যাবে

মেটা জানিয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্টগুলি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি থেকে সুরক্ষা পাবে এবং কোম্পানির পক্ষ থেকে আরও ভালো অ্যাকাউন্ট সাপোর্টও দেওয়া হবে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বের অনেক দেশে মেটা ভেরিফাইড পরিষেবা ইতিবাচক সাড়া পাওয়ার পর আমরা এটিকে ভারতেও চালু করছি। ” 

ব্লু টিক কেবল তখনই উপলব্ধ হবে যদি এই শর্তগুলি পূরণ করা হয়

মেটা জানিয়েছে, তাদের ভেরিফাইড পরিষেবা নিতে চাইলে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া তাদের অ্যাকাউন্টে ন্যূনতম অ্যাক্টিভিটি থাকতে হবে, পাশাপাশি অ্যাকাউন্টে পুরো নাম ও প্রোফাইল ফটো থাকতে হবে, যা ব্যবহারকারীর আপলোড করা সরকারি আইডির সঙ্গে মিলে যাবে।

RELATED ARTICLES

Most Popular