৫ ডিসেম্বর ভারতে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Mi 10i

Avatar

Published on:

Xiaomi নতুন বছর বেশ ধামাকার সাথেই শুরু করতে চলেছে৷ ইতিমধ্যেই জানা গেছে ২৮ ডিসেম্বর চীনের মার্কেটে লঞ্চ হবে কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজ Mi 11। তবে এছাড়াও জানুয়ারির ৫ তারিখে সংস্থাটি ভারতে নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে৷ এবিষয়ে শাওমি আজ একটি একটি টিজার পোস্টার করেছে। যদিও এই টিজারে ফোনের নাম উল্লেখ ছিল না৷ তবে ফোনটির প্রধান বিশেষত্ব ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা বলে জানানো হয়েছে৷ জানিয়ে রাখি কিছুদিন আগেই টিপ্সটার অভিষেক যাদব জানিয়েছিলেন, শীঘ্রই ভারতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ Mi 10i ফোনটি আসতে চলেছে৷ ফলে বুঝে নিতে অসুবিধা হয়না Xiaomi এই ফোনটিকেই ইঙ্গিত করেছে।

তবে মি ১০আই কোনো নতুন স্পেসিফিকেশনের ফোন হবে না। এই ফোনটি আদতে সদ্য চীনে লঞ্চ হওয়া Redmi Note 9 Pro 5G-এর রিব্রান্ডেড ভার্সন হিসাবে ভারতে আসবে বলে জানা গেছে৷ রেডমির এই ফোনটিরও কোয়াড ক্যামেরা সেটআপের প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল৷

প্রসঙ্গত নভেম্বরের শেষ সপ্তাহে চীনে লঞ্চ হয়েছিল Redmi Note 9 সিরিজের তিনটি ফোন- Redmi Note 9 5G, Redmi Note 9 Pro 5G, এবং Redmi Note 9 4G।এদের মধ্যে Redmi Note 9 4G ফোনটির রিব্রান্ডেড হয়ে Redmi 9 Power নামে গতসপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে৷ চীনে ও ভারতে ফোনদুটির মধ্যে বিশেষ পার্থক্য নেই, শুধু অতিরিক্ত একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সংযুক্তিকরণের সাথে এদেশে ফোনটি এসেছে। একইভাবে ভারতেও Redmi Note 9 Pro 5G ফোনটি Mi 10i হিসেবে আত্মপ্রকাশ করবে৷ যদিও ফোনটির অফিসিয়াল ব্রান্ডিং এখনও শাওমি কনফার্ম করে নি৷

সম্প্রতি Mi 10i-এর কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট বিষয়ক তথ্য লিক হয়েছিল৷ জানা গেছে, ফোনটি ভারতে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি  স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। Mi 10i গ্রেডিয়েন্ট অরেঞ্জ/ব্লু হিউ, ব্ল্যাক, ও ব্লু রঙে উপলব্ধ হবে৷

Mi 10i-এর স্পেসিফিকেশন

রিব্রান্ডেড সংস্করন হিসেবে আসায় Mi 10i স্পেসিফিকেশন Redmi Note 9 Pro 5G-এর অনুরূপ হবে৷ সেই হিসেবে Mi 10i ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে৷ এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ৷ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই (MIUI) ১২ ইন্টারফেস সহ আসবে৷ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হবে৷

ফোনের পেছনে ১০৮+৮+২+২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা থাকবে৷ সেলফি ক্যামেরার হিসাবে এখানে ১৬ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান সাপোর্ট করবে।পাওয়ারের জন্য এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৮২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥