Apple-কে সরিয়ে বিশ্বের সবচেয়ে দামি সংস্থার শিরোপা পেল Microsoft

Avatar

Published on:

ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর দৌড়ে এবার অ্যাপলকে (Apple) পিছনে ফেলে দিল মাইক্রোসফট (Mircrosoft)। বিশ্বের সবচেয়ে দামি সংস্থা হওয়ার শিরোপা উঠেছে বিল গেটসের (Bill Gates) সংস্থাটির মাথায়। গতকালের হিসাব অনুযায়ী, মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির সমস্ত শেয়ারের সম্মিলিত মূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) দাঁড়িয়েছে ২.৪৬ ট্রিলিয়ন ডলার, টাকার অঙ্কে যা ১৮৪.২৯ লক্ষ কোটি।

গতকাল চতুর্থ ত্রৈমাসিকের মুনাফার রিপোর্ট প্রকাশ করার পর দেখা যায়, অ্যানালিস্টিদের অনুমানের থেকে মুনাফালাভ হয়েছে কম। তারপরই অ্যাপলের প্রতিটি শেয়ারের দর ৩.৯% কমে ১৪৬.৬৫ ডলারে গিয়ে দাঁড়ায়। অ্যাপলের মোট শেয়ার মূল্য হ্রাস পেয়ে হয় ২.৪১ ট্রিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮০.৫৪ লক্ষ কোটি টাকা।

প্রসঙ্গত, গত বছরের প্রথমার্ধে মোট শেয়ার মূল্যের ভিত্তিতে অ্যাপলকে পেছনে ফেলেছিল মাইক্রোসফট। কারণ সেইসময় গ্রোথ স্টকগুলিকেই বিনিয়োগের উপযুক্ত বলে মনে করেছিলেন লগ্নিকারীরা। যদিও তারপর থেকে ব্র্যান্ড ভ্যালুর ভিত্তিতে বিশ্বে শীর্ষস্থানেই অধিষ্ঠিত থেকেছে অ্যাপল।

উল্লেখ্য, গত জুনে দ্বিতীয় মার্কিন সংস্থা হিসেবে টেসলার মোট শেয়ার মূল্য ২ ট্রিলিয়ন (লক্ষ কোটি) ডলার ছাড়িয়েছিল। ক্লাউড কম্পিউটিং ও এন্টারপ্রাইজ সফটওয়্যারের ব্যবসায় বিপুল লাভের কারণে তরতর করে উঠেছে মাইক্রোসফটের শেয়ার মূল্য। এমনকি বিগ ফোরের আরেক সদস্য অ্যামাজনের থেকেও ভাল পারফর্ম করেছে মাইক্রোসফটের শেয়ার।

সঙ্গে থাকুন ➥