MINI Cooper SE: ভারতে আসছে মিনি কুপারের ইলেকট্রিক অবতার, লঞ্চ শীঘ্রই

Avatar

Published on:

খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে বিএমডব্লিউ (BMW) মালিকানাধীন জার্মান অটোমোবাইল সংস্থার ইলেকট্রিক কার Mini Cooper SE। ইতিমধ্যেই বৈদ্যুতিক মোটরগাড়িটির একটি টিজার ভিডিও প্রকাশ করেছে Mini India। এদেশের মাটিতে এটিই সংস্থাটির প্রথম বৈদ্যুতিক গাড়ি হবে। যদিও দু’বছর আগেই অর্থাৎ গত ২০১৯ সালে বিশ্ববাজারে এই গাড়িটির আত্মপ্রকাশ ঘটেছিল। BMW India Group এর Mini Cooper SE ভারতের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক প্রযুক্তি নির্ভর গাড়ির আখ্যা পেতে চলেছে।

Mini Cooper SE ফিচার ও হার্ডওয়্যার (সম্ভাব্য)

নতুনত্ব বলতে মিনি কুপার এসই ইলেকট্রিক গাড়িটির সামনে কোনো গ্রিল নেই। এছাড়াও এর ক্রোমটিতে ‘S’ এর পরিবর্তে নতুন ‘E’ ব্যাজ লাগানো থাকতে পারে। নতুন Quirky অ্যালয় হুইলের সাথে দেখা মিলতে পারে এটির। এছাড়া অন্যান্য তাৎপর্যপূর্ণ ফিচারগুলি যেমন – এলইডি ডিআরএল সহ গোলাকার হেডল্যাম্প, ইউনিয়ন জ্যাক থিমের এলইডি টেললাইট, গোলাকার ওআরভিএমস (ORVMs) সহ আসতে পারে এটি।

বিশ্ববাজারে লঞ্চ করা মডেলটির অনুরূপ এই কারটির কেবিনেও তিনটি দরজা রাখতে পারে মিনি ইন্ডিয়া। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে প্রযুক্তি সহ এতে থাকতে পারে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এর পেট্রোল ভার্সনটির তুলনায় এটি ওজনে ১৪৫ কেজি বেশি হতে পারে।

Mini Cooper SE মোটর

মিনি কুপার এসই বৈদ্যুতিক গাড়িটির মোটরটি থেকে সর্বোচ্চ ১৮১ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ২৭০ এনএম টর্ক পাওয়া যেতে পারে।

Mini Cooper SE ব্যাটারি

এর ৩২.৬ কিলোওয়াট আওয়ার শক্তিসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারিটি থেকে একক চার্জে ২৪৫-২৭০ কিমি রেঞ্জ পাওয়া যেতে পারে। এছাড়াও ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে পৌঁছতে এর সময় লাগবে ৭.৩ সেকেন্ড বলে দাবি করেছে মিনি কুপার এসই প্রস্তুতকারী সংস্থাটি। পাশাপাশি এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫০ কিমি প্রতি ঘন্টা।

১১ কিলোওয়াট চার্জার দিয়ে ব্যাটারিটিকে মাত্র ২.৫ ঘন্টায় ৮০% চার্জ করা সম্ভব বলে সংস্থার তরফে জানানো হয়েছে। যেখানে মাত্র তিন ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। পাশাপাশি ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন চার্জারে চার্জ করলে মাত্র ৩৫ মিনিট যথেষ্ট বলে দাবি করা হয়েছে।

Mini Cooper SE দাম

ভারতের বাজারে মিনি ইন্ডিয়ার কুপার এসই পরিবেশবান্ধব গাড়িটির দাম ৫০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে। ভারতে Jaguar I-Pace, Mercedes-Benz EQC, Audi e-tron গাড়িগুলি হবে এর মূল প্রতিদ্বন্দ্বী। Mini Cooper SE আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে লঞ্চ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥