Moto G20 পাওয়ারফুল ব্যাটারি ও অনেক চমকদার ফিচারসহ লঞ্চ হল

Avatar

Published on:

সাম্প্রতিক সময়ে চর্চায় থাকা Moto G20 স্মার্টফোনের ওপর থেকে Motorola অবশেষে পর্দা সরালো৷ Moto G সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসেবে Moto G20 আজ ইউরোপে লঞ্চ হয়ে গেল৷ ফোনটি বাজেট সেগমেন্টের ক্রেতাদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে৷ মোটো জি২০-এর বিশেষ ফিচারের মধ্যে পাবেন ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ডুয়াল ৪জি ভল্টই সাপোর্ট, ও বড় ব্যাটারি৷

Moto G20 : দাম

মোটো জি২০ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪৯ ইউরো রাখা হয়েছে, যা প্রায় ১৩,৫৭৪ টাকার সমান৷ এটি ব্রিজ ব্লু ও ফ্ল্যামিঙ্গো পিঙ্ক কালার অপশনে পাওয়া যাবে৷ স্মার্টফোনটি কবে ভারতে আসবে, সেই বিষয়ক কোনো তথ্য এই মুহূর্তে উপলব্ধ নেই৷

Moto G20 : স্পেসিফিকেশন

মোটো জি২০ স্মার্টফোনে থাকবে ৬.৫ ইঞ্চি ম্যাক্স ভিশন এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এটি এইচডি+ রেজোলিউশন (১৬০০ x ৭২০ পিক্সেল) ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের আসপেক্ট অনুপাত ২০:৯ ও স্ক্রিন টু বডি অনুপাত ৮৭ শতাংশ৷ আবার এতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর ইউনিসক টি৭০০ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এর ১২৮ জিবি স্টোরেজের একটি হাই-ইন্ড ভ্যারিয়েন্ট রয়েছে৷ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে।

ফটোগ্রাফির জন্য Moto G20 এর পিছনে চারটি ক্যামেরা দেখা যাবে। যেগুলি হল : এফ/১.৭ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। অন্য তিনটি ক্যামেরা হল এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর। আবার সেলফির জন্য থাকবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G20 স্মার্টফোন ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়া ফোনে IP52 ওয়াটার ও ডাস্ট রেজিট্যান্ট প্রোটেকশন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডেডিকেটেড গুগল অ্যাসিট্যান্ট বাটন, এনএফসি, ও ডুয়াল সিম ৪জি ভোল্টি সাপোর্ট রয়েছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥