৫০০ টাকা ছাড়ে আজ থেকে বিক্রি শুরু এই ওয়্যারলেস ইয়ারফোনের

Avatar

Published on:

কয়েকদিন আগেই অপ্পো ভারতে দুটি ওয়্যারলেস হেডফোন লঞ্চ করেছিল, যাদের নাম Enco W31 এবং Enco M31। এরমধ্যে আজ একটি ওয়্যারলেস ইয়ারফোনের সেল অনুষ্ঠিত হবে। Amazon থেকে আজ আপনি Enco W31 ট্রু ওয়্যারলেস হেডফোন কিনতে পারবেন। এই ওয়্যারলেস ইয়ারফোনটি কেবল সাদা রঙে পাওয়া যাবে।

Oppo Enco W31: দাম ও অফার

লঞ্চের সময় অপ্পো জানিয়েছিল Enco W31 এর দাম হবে ৪,৪৯৯ টাকা। তবে Amazon India পেজে ট্রু ওয়্যারলেস হেডফোনকে ৩,৯৯৯ টাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক ভাবে প্রডাক্টির উপর ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও অ্যামাজন পে এর মাধ্যমে পেমেন্ট করলে ৫০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়াও নো কস্ট ইএমআই এ কিনতে পারবেন এই ডিভাইসটি।

মনে রাখবেন ই-কমার্স সাইটগুলি এখন কেবল গ্রীন ও অরেঞ্জ জোনে প্রোডাক্ট ডেলিভারি করার অনুমতি পেয়েছে। ফলে রেড জোনে থাকা কেউ আজ এই প্রোডাক্ট অর্ডার করতে পারবে না।

Oppo Enco W31: স্পেসিফিকেশন

অপ্পোর এই ওয়্যারলেস হেডফোন ইন ইয়ার ডিজাইনের সাথে এসেছে। এই ইয়ারবাড আইপি ৫৪ রেটিং প্রাপ্ত, অর্থাৎ এটি জল ও ধুলো প্রতিরোধী। অপ্পো এতে ডুয়েল কম্পোসিট ব্যবহার করেছে। যেটি টিপিইউ (থার্মোপ্লাস্টিক পলিউরিথেনস) এবং গ্রাফিন ডায়াফ্রামস দ্বারা তৈরী। এতে দুটো মোড আছে- ব্যস ও ব্যালান্স মোড। এটি নয়েস ক্যান্সেলেশন অ্যালগরিদম ফিচারের সাথে এসেছে। আপনি যাতে খুব ভালোভাবে এটি কানে লাগাতে পারেন সেইজন্য ইয়ার টিপস আছে। এটি একবার চার্জে ২৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে বলে কোম্পানি দাবি করেছে।

সঙ্গে থাকুন ➥