Tecno Pova 5G: টেকনো-র প্রথম ফাইভ-জি ফোন 120Hz ডিসপ্লে ও Dimensity 900 প্রসেসর সহ লঞ্চ হল

Avatar

Published on:

মোবাইল পরিষেবায় যুগান্তরের আরেক নাম 5G। অনেক দেশে পঞ্চম প্রজন্মের এই মোবাইল যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ভাবে চালু হয়ে গিয়েছে। আবার কিছু দেশ এই প্রযুক্তি রূপায়নের দোরগোড়ায়। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, অদূর ভবিষ্যতে 5G-এর হাত ধরে প্রযুক্তির এক নতুন দ্বার খুলে যাবে। স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলির প্রসঙ্গে আসলে, তাদের মধ্যে অধিকাংশই ইতিমধ্যেই একাধিক 5G হ্যান্ডসেট বাজারে ছেড়েছে। এবার তাদের দলে সামিল হল Tecno। সংস্থাটি আজ তাদের প্রথম ফাইভ-জি হ্যান্ডসেট হিসেবে Tecno Pova 5G চুপিচুপি লঞ্চ করেছে।

Tecno Pova 5G-এ বিশাল ডিসপ্লে ও পাওয়ারফুল ব্যাটারি রয়েছে। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এতে MediaTek Dimensiy 900 প্রসেসর দেওয়া হয়েছে, যা অত্যন্ত সক্ষম ফাইভ-জি মিড-রেঞ্জ চিপসেট হিসেবে পরিচিত। এছাড়া, Tecno Pova 5G-এ কী  কী রয়েছে, এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

টেকনো পোভা ৫জি স্পেসিফিকেশনস ও ফিচার্স (Tecno Pova 5G Specifications and Features)

টেকনো পোভা ৫জি ফোনে পাঞ্চ-হোলযুক্ত ৬.৯৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন (১০৮০x২৪০০ পিক্সেল), ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি ৯০০ প্রসেসরে চলে। টেকনো পোভা ৫জি ৮ জিবি LPDDR5 র‌্যাম ও 128 জিবি UFS 3.1 স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে৷ আবার ৩ জিবি ভার্চুয়াল র‌্যামের সুবিধা রয়েছে।

Tecno Pova 5G এর ব্যাক প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা – একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা, এবং একটি এআই সেন্সর। সেল্ফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ডুয়াল ফ্ল্যাশ-সহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আছে। Tecno Pova 5G 4K টাইম-ল্যাপস এবং প্যানোরোমার মতো ফটোগ্রাফি ফিচার অফার করে।

টেকনো পোভা ৫জি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ১৫ মিনিট চার্জ দিলেই ৩ ঘন্টা নিশ্চিন্তে গেম খেলা যাবে (শর্তাবলী প্রযোজ্য)। এছাড়া, টেকনো পোভা ৫জি ফোনে ৭৭৫ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম ও ৫৫ ঘন্টা টকটাইম পাওয়া যাবে। ফোনে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছ।

টেকনো পোভা ৫জি দাম ও লভ্যতা (Tecno Pova 5G Price and Availability)

টেকনো পোভা ৫জি কেবলমাত্র ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনে মিলবে। এর দাম শোনা যাচ্ছে, ২৮৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২১,২৭০ টাকার সমান। উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত দাম ও লভ্যতার বিষয়ে টেকনোর তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

সঙ্গে থাকুন ➥