Realme 9 Pro, 9 Pro Plus ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে, Redmi Note 11 সিরিজের সঙ্গে টক্কর?

Published on:

গত বছরের অগাস্টে Realme 9 সিরিজের প্রসঙ্গ প্রথমে উঠে এসেছিল৷ আবার তার পরের মাসে, সেপ্টেম্বরে সংস্থা নিজে Realme 9 লাইনআপের অস্বিত্বের কথা নিশ্চিত করে৷ যদিও তার কিছু দিন পর সংস্থার তরফে জানানো হয়, এই সিরিজের ফোনগুলি ২০২১-এ লঞ্চ না করে সামনের বছর বাজারে আনা হবে৷ সেই অনুযায়ী ২০২২-এ পা রাখা মাত্রই নতুন করে Realme 9 সিরিজ সম্পর্কে জল্পনা ছড়িয়ে পড়ল৷

৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, টিপস্টার মুকুল শর্মা’র মতে, ২০২২-এর ফেব্রুয়ারি মাসে Realme 9 Pro ও Realme 9 Pro Plus আত্মপ্রকাশ করবে৷ তার দাবি যে, হ্যান্ডসেটগুলি প্রথমে ইউরোপ এবং তারপর ভারতে বাজারে পা রাখবে৷ রিয়েলমির অন্যান্য মিড-রেঞ্জ ফোনের মতো Realme 9 সিরিজ 5G সাপোর্ট করবে৷

সার্টিফিকেশন পোর্টালের লিস্টিং অনুযায়ী, Realme 9 ও Realme 9 Pro Plus এর ইউরোপীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর যথাক্রমে RMX3472 ও RMX 3393৷ বেস মডেলে MediaTek Dimensity 810 প্রসেসর ও Pro+ ভ্যারিয়েন্টে Dimensity 920 চিপসেট দেওয়া হতে পারে বলে দাবি করা হয়েছে৷

এছাড়া হ্যান্ডসেটগুলির বিষয়ে এখনও সেরকম কোনও তথ্য সামনে আসেনি৷ পাঠকদের জানিয়ে রাখি, Realme 9 সিরিজে একাধিক হ্যান্ডসেট আসতে চলেছে – Realme 9, Realme 9 Pro, Realme 9 Pro Plus, Realme 9A, Realme 9 Prime৷ আবার এদেরকে সঙ্গ দিতে আত্মপ্রকাশ করতে পারে Realme Note 9 ও Realme Note 9 Prime৷

সঙ্গে থাকুন ➥