রিয়েলমির কোন ফোনে কখন আসছে অ্যান্ড্রয়েড ১১ বেসড Realme UI 2.0, দেখে নিন

Avatar

Published on:

গত সপ্তাহেই Narzo 20 সিরিজের সাথে অ্যান্ড্রয়েড ১১ বেসড Realme UI 2.0 লঞ্চ করেছিল চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি। এটিকে কোম্পানির আপগ্রেড কাস্টম স্কিন বললেও, আদতে OPPO ColorOS 11 এর একটি কপি ভার্সন। এদিকে রিয়েলমি ইউআই ২.০ এর লঞ্চের দিন কোম্পানি নতুন এই কাস্টম স্কিনের আপডেট কবে কোন ফোনের জন্য আনবে তা জানায়নি। তবে আজ রিয়েলমি কমিউনিটি তে কোম্পানি Realme UI 2.0 এর আর্লি অ্যাক্সেসের রোডম্যাপ শেয়ার করেছে।

তবে এই রোডম্যাপের বিষয়ে বলার আগে আমরা আপনাকে বলে দিতে চাই কোম্পানি কেন একে ‘আর্লি অ্যাক্সেস রোডম্যাপ’ বলছে। আসলে এখানে কোম্পানি সেইসমস্ত ফোনের তালিকা দিয়েছে, যেগুলিতে রিয়েলমি ইউআই ২.০ এর আপডেট আসবে। তবে যে সময় এখানে উল্লেখ করা হয়েছে, সেই সময় এই ফোনগুলি ফাইনাল আপডেট পাবেনা। এরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে ফাইনাল আপডেট দেওয়া হবে। তবে তার আগে এই ফোনগুলি বিটা আপডেট পাবে। যাতে কোনো সমস্যা দেখা দিলে কোম্পানি ফাইনাল আপডেটের আগে ঠিক করে নিতে পারে।

কোন ফোনগুলি পাবে Realme UI 2.0 এর আর্লি অ্যাক্সেস

সেপ্টেম্বর ২০২০ – Realme X50 Pro

নভেম্বর ২০২০ – Realme 7 Pro, Realme Narzo 20

ডিসেম্বর ২০২০ – Realme 6 Pro, Realme 7, Realme Narzo 20 Pro, Realme X2 Pro

জানুয়ারি ২০২১ – Realme X3, Realme X3b SuperZoom, Realme X2, Realme 6, Realme C12, Realme C15

ফেব্রুয়ারি ২০২১- Realme 6i, Realme Narzo 10

ছবি – Realme Community

মার্চ ২০২১ – Realme 6i, Realme Narzo 10

২০২১ এর দ্বিতীয় কোয়ার্টার – Realme X, Realme XT, Realme 3 Pro, Realme 5 Pro, Realme Narzo 20A

সঙ্গে থাকুন ➥