HomeTech NewsRealme GT 2 গ্লোবাল মার্কেটে Snapdragon 888 প্রসেসর সহ আত্মপ্রকাশ করছে, দেখা...

Realme GT 2 গ্লোবাল মার্কেটে Snapdragon 888 প্রসেসর সহ আত্মপ্রকাশ করছে, দেখা গেল Geekbench-এ

RMX3311 মডেল নম্বর সহ রিয়েলমি জিটি ২-এর গ্লোবাল সংস্করণটি গিকবেঞ্চ ৫ সাইটে তালিকাভুক্ত হয়েছে

গতমাসে রিয়েলমি চীনের বাজারে লঞ্চ করেছে তাদের Realme GT 2 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। চীনে লঞ্চ হওয়ার পর রিয়েলমি ফ্যানরা আন্তর্জাতিক বাজারে এই সিরিজের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি তাদের আশ্বস্ত করে রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ জানিয়েছেন খুব শীঘ্রই Realme GT 2 লাইনআপটি ভারত এবং ইউরোপের বাজারে উন্মোচন করবে সংস্থা। এই সিরিজের অধীনে Realme GT 2 এবং Realme GT 2 Pro- এই দুটি মডেল আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। সেইমতোই এখন এই সিরিজের বেস মডেল, Realme GT 2-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (Geekbench)- এ উপস্থিত হয়েছে। সাইটের তালিকা থেকে আপকামিং ফোনটির প্রসেসর সংক্রান্ত বেশকিছু তথ্যও সামনে এসেছে।

Realme GT2- কে দেখতে পাওয়া গেল Geekbench-এর সাইটে

RMX3311 মডেল নম্বর সহ রিয়েলমি জিটি ২-এর গ্লোবাল সংস্করণটি গিকবেঞ্চ ৫ সাইটে তালিকাভুক্ত হয়েছে। আসন্ন ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,১২৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৩৫৫ পয়েন্ট অর্জন করেছে।

অন্যদিকে, সাইটের লিস্টিং থেকে জানা যাচ্ছে রিয়েলমি জিটি ২ হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরটি ব্যবহার করা হবে। এই অক্টা-কোর চিপসেটের একটি কোর ২.৮৪ হার্টজে চলে, তিনটি কোর ২.৪২ গিগাহার্টজে রান করে এবং বাকি চারটি কোরের ক্লকস্পিড ১.৮০ গিগাহার্টজ। তালিকায় উল্লেখ করা হয়েছে যে এই ফোনের র‍্যামের পরিমাণ ১১ জিবি, অর্থাৎ রিয়েলমি জিটি ২ ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের সাথে আসবে। তবে এই মডেলটি অন্যান্য মেমরি ভ্যারিয়েন্টেও বাজারে উপলব্ধ হবে বলে আশা করা যায়। এছাড়াও, গিকবেঞ্চের তালিকাটি প্রকাশ করেছে যে, রিয়েলমি জিটি ২ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে

Realme GT 2 গ্লোবাল মার্কেটে Snapdragon 888 প্রসেসর সহ আত্মপ্রকাশ করছে, দেখা গেল Geekbench-এ 1

প্রসঙ্গত, সম্প্রতি Realme GT 2 এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন ওয়েবসাইট থেকেও অনুমোদন লাভ করেছে। কিন্তু সাইটের লিস্টিং থেকে আপকামিং হ্যান্ডসেটটির মডেল নম্বর ছাড়া অন্য কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে এই সার্টিফিকেশন থেকে অনুমান করা যায় যে এই রিয়েলমি ফোনটি শীঘ্রই বিশ্ববাজারে পা রাখতে চলেছে।

উল্লেখ্য, Realme GT 2 ইতিমধ্যেই চীনের বাজারে উপলব্ধ রয়েছে, ফলে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই। এতে একটি ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এছাড়াও, এটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং গরিলা গ্লাস ৫- এর সুরক্ষা অফার করে৷ ফটোগ্রাফির জন্য, Realme GT 2 ফোনের ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা ইউনিট, যার মধ্যে উপস্থিত রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ফোনের সামনে, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

RELATED ARTICLES

Most Popular