HomeTech NewsRealme Narzo 50A Prime ও Realme C35 লঞ্চ হতে পারে শীঘ্রই, সামনে...

Realme Narzo 50A Prime ও Realme C35 লঞ্চ হতে পারে শীঘ্রই, সামনে এল মডেল নম্বর

গত সেপ্টেম্বরে ভারতে পা রেখেছিল Narzo 50i ও Narzo 50A। এছাড়াও আশা করা হয়েছিল যে রিয়েলমি আরও কয়েকটি Narzo ব্র্যান্ডেড স্মার্টফোনের ঘোষণা করবে। যেমন Narzo 50 ও Narzo 50 Pro৷ আবার একজন টিপস্টারের রিপোর্ট থেকে এখন জানা গিয়েছে, Narzo সিরিজে Narzo 50A Prime বলে আরও একটি হ্যান্ডসেট থাকবে। একইসঙ্গে, রিয়েলমি তাদের C সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চ করবে৷ যার নাম হবে Realme C35।

ওই টিপস্টার তার টুইটার আইডি থেকে একটি সোর্স কোডের স্ক্রিনশট শেয়ার করেছে। তাতে দেখা যায় যে RMX3511 ও RMX3516 মডেল নম্বরের দুই Realme স্মার্টফোনের মার্কেটিং বা অফিসিয়াল নাম যথাক্রমে Realme C35 ও Narzo 50A Prime।

অন্য দিকে, সেই সোর্স কোডে রিয়েলমির আরও একটি ফোনের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। এর মডেল নম্বর RMX3521। যদিও এটির চূড়ান্ত মার্কেটিং নামের উল্লেখ ছিল না। প্রসঙ্গত, Realme RMX3521-এর ব্যাপারে এই প্রথম জানা গেলেও পূর্বে Realme RMX3511 (C35) ও RMX3516 (50A Prime) ইউরেশিয়ান ইকনমিক কনিশন বা ইইসি (EEC)-এর ডেটাবেসে স্পট করা হয়েছিল।

উল্লেখ্য, Realme C35 (RMX3511), Realme 50A Prime (RMX3516), এবং Realme RMX3521 কেমন স্পেসিফিকেশন বা ফিচার-সহ আসতে পারে সেই সম্বন্ধীয় তথ্য এখনও সামনে আসা বাকি৷ ফোনগুলি ভারত ও ইউরোপের বাজারে চলতি বছর শেষ হওয়ার আগেই আত্মপ্রকাশ করে কিনা, এখন সেটাই দেখার৷

RELATED ARTICLES

Most Popular