Redmi Note 10T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, গতির অভিজ্ঞতা নিতে তৈরি থাকুন

Published on:

স্মার্টফোনে ফাস্ট ও ফিউচারিস্টিক অভিজ্ঞতা দিতে Xiaomi-এর সাব ব্র্যান্ড Redmi কোমর বেঁধে নেমে পড়েছে। গতির এক নতুন যুগের আগমন বার্তা দিতে প্রায় এক সপ্তাহ ধরে সারা হচ্ছিল Redmi-র নতুন ফোনের প্রচার পর্ব। যদিও এই ফোন কবে গ্রাহকের হাতে উঠবে, স্পেসিফিকেশন কেমন হবে – বলতে নারাজ ছিল রেডমি। তবে গতকাল জল্পনার অবসান ঘটিয়ে কোম্পানির তরফে অফিসিয়ালি ঘোষণা করা হল, ভারতে রেডমির প্রথম 5G স্মার্টফোন আসছে! Redmi Note 10T 5G আগামী ২০ জুলাই ভারতে লঞ্চ হবে।

Redmi Note 10T 5G টিজার পোস্টার

টিজার পোস্টারে রেডমি নোট ১০টি ৫জি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে দৃশ্যমান। রেডমি নোট ১০ সিরিজের অন্যান্য হ্যান্ডসেটের মতো রেডমি নোট ১০টি ৫জি এর ক্যামেরা মডিউল হ্যান্ডসেটের বাম দিকে অবস্থিত। টিজারে ফোনের সামনের অংশও দেখা গেছে। ডিসপ্লের মধ্যে ছোট্ট পাঞ্চ হোল নচ রয়েছে।

Redmi Note 10T 5G পাওয়া যাবে Amazon থেকে

অনেক আগেই রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনের জন্য অ্যামাজনে মাইক্রোসাইট তৈরি হয়েছে। এটি অ্যামাজনে এক্সক্লুসিভলি উপলব্ধ হবে। আসন্ন প্রাইম ডেজ সেলে হয়তো রেডমি নোট ১০টি ৫জি-র প্রথম সেল অনুষ্ঠিত হবে।

Redmi Note 10T 5G কি রিব্র্যান্ডেড স্মার্টফোন?

যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, Redmi Note 10 5G/Poco M3 Pro 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে গত মাসে রাশিয়াতে Redmi Note 10T (5G কানেক্টিভিটি ছাড়া) লঞ্চ হয়েছে।

Redmi Note 10T 5G এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। প্রসঙ্গত, ভারতে এটি রেডমি নোট ১০ সিরিজের প্রথম ফোন যা এলসিডি ডিসপ্লের সাথে আসতে চলেছে। কারণ রেডমি নোট ১০ সিরিজের প্রত্যেকটি ডিভাইস অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। রেডমি নোট ১০টি ৫জি এর ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৯১ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ও ৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের পাঞ্চ হোলের মধ্যে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে টাইমল্যাপস ফিচার উপলব্ধ।

রেডমি নোট ১০টি ৫জি ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি/৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি /১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে ফোনটি ভারতে আসতে পারে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে – এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। 

রেডমি নোট ১০টি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য পাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ সিস্টেমে রান করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥