Redmi K40 Ultra আসছে Snapdragon 8 সিরিজের প্রসেসর সহ? Dimensity 1100 প্রসেসরের আরেকটি ফোন নিয়ে জল্পনা

Avatar

Published on:

এই বছর ঘরেলু মার্কেটে Redmi K40 ও Redmi Note 10 5G সিরিজের একঝাঁক স্মার্টফোন লঞ্চ করেছে রেডমি। আবার নতুন রিপোর্ট বলছে, দু’টি নতুন মডেলের হ্যান্ডসেটের উপর কাজ করছে তারা। যাদের মধ্যে একটি Snapdragon 8-সিরিজের প্রসেসর এবং অপরটি Dimensity 1100 চিপসেট সহযোগে আসতে চলেছে। এই ফোন দুটির একটি Redmi K40 Ultra হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Redmi-র আপকামিং হ্যান্ডসেটে Snapdragon 8-সিরিজের প্রসেসর থাকবে

এক টিপস্টারের মতে, স্ন্যাপড্রাগন ৮ সিরিজের (স্ন্যাপড্রাগন ৮৭০ বা ৮৮৮) প্রসেসর দ্বারা চালিত আসন্ন রেডমি ফোনে ১২০ হার্টজ ওলেড প্যানেল, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩x অপটিক্যাল জুম এবং ৩০x ডিজিটাল জুম-সহ একটি টেলিফটো ক্যামেরা থাকবে।

Dimensity 1100 প্রসেসরযুক্ত আরেকটি স্মার্টফোন আনছে Redmi

টিপস্টারের দেওয়া তথ্য অনুসারে, ডাইমেনসিটি ১১০০ প্রসেসরের রেডমি স্মার্টফোনটি ১২০ হার্টজ ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ আসতে চলেছে।

উল্লেখ্য, রেডমির হ্যান্ডসেট দু’টি কী নামে আসতে চলেছে, তা টিপস্টার বলতে পারেননি। তবে স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনটি রেডমি কে৪০ সিরিজের অধীনে আসতে পারে। নির্দিষ্টভাবে বললে, ফোনটি রেডমি কে৪০ আল্ট্রা (Redmi K40 Ultra) নামে লঞ্চ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥