ভারতবাসী Reliance Jio -র পাশে, গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০.৫৬ কোটি

Avatar

Published on:

ভারতের টেলিকম জগতে Reliance Jio এখন বাকি সমস্ত টেলিকম অপারেটরকে পিছনে ফেলে দিয়েছে। গত মাসে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) জানিয়েছিল, ভারতে ৪০ কোটি গ্রাহকযুক্ত প্রথম টেলিকম অপারেটরের মর্যাদা লাভ করেছে জিও। এ বছরের দ্বিতীয় কোয়ার্টার শেষে রিলায়েন্স তাদের গ্রাহকসংখ্যার যে হিসাব দিয়েছে তা দেখে জিওর ক্রমবর্ধমান উন্নতির একটা পরিসংখ্যান পাওয়া যায়। দ্বিতীয় কোয়ার্টারে Reliance Jio -র গ্রাহকসংখ্যা বেড়েছে ৭৩ লাখ। গ্রাহক সংখ্যা বাড়ানোর পাশাপাশি গ্রাহক পিছু গড় রেভেনিউ-এর পরিমাণও বাড়াতে সামর্থ হয়েছে টেলিকম কোম্পানিটি। প্রতি মাসে গ্রাহক পিছু গড়ে ১৪৫ টাকা রেভেনিউ তারা পেয়েছে। যা আগের রিপোর্টের তুলনায় ৩.২% বেশি।

সেপ্টেম্বরে জিওর গ্রাহকসংখ্যা ৪০.৫৬ কোটিতে পৌঁছেছে। এর ফলে জিও-র বার্ষিক বৃদ্ধি বেড়েছে ১৫.৯% হারে। এই কোয়ার্টারে ইউজার প্রতি গড় ওয়্যারলেস ডেটা ব্যবহারের পরিমাণ ছিল ১২ জিবি। আবার ইউজার প্রতি গড় ভয়েস কলের পরিমাণ ছিল ৭৭৬ মিনিট প্রতি মাস। মোট ওয়্যারলেস ডেটা ট্রাফিক ১৪৪২ কোটি জিবিতে পৌঁছেছে যা গত বছরের চেয়ে ২০% বেশি। বলা বাহুল্য, করোনা মহামারিতে সবাই ঘরবন্দি হয়ে পড়ায় বেশি ইন্টারনেট ব্যবহারের এই প্রবণতা লক্ষ করা গেছে।

গ্রাহক বেশ বাড়ানোর সাথে সাথে Jio-র এই কোয়ার্টারে মোট লাভ হয়েছে ৩০২০ কোটি টাকা। যা আগের কোয়ার্টারের তুলনায় লাভের পরিমাণ দ্বিগুণের থেকেও বেশি। গত বছর একই সময়সীমার মধ্যে ৯৯০ কোটি টাকা লাভ হয়েছিল। এর পাশাপাশি জিও সারা ভারত জুড়ে MyJio অ্যাপে তাদের নতুন Jio UPI লঞ্চ করার কথাও জানিয়েছে। জানুয়ারি মাসে এটি কিছু কিছু ইউজারদের কাছে উপলব্ধ হয়েছিল। এছাড়া গত মাসে জিও তাদের পোস্টপেড প্লাস প্ল্যানের বিষয়েও ঘোষণা করেছিল। Qualcomm-এর সহযোগিতায় ভারতে 5G প্রযুক্তি লঞ্চ করার ব্যাপারেও তারা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন, “গত ৬ মাসে জিও এবং রিটেল ব্যবসার মূলধন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু কুশলী আর্থিক লগ্নীকারীদের স্বাগত জানিয়েছি। আমরা আমাদের সমস্ত ব্যবসাকেই প্রসারিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি এবং ভারতে আরো সুযোগ তৈরিই আমাদের উদ্দেশ্য।”

সঙ্গে থাকুন ➥