HomeTech News১৫ টাকা থেকে শুরু, Reliance Jio -র সেরা ডেটা ভাউচার প্যাকগুলি এখুনি...

১৫ টাকা থেকে শুরু, Reliance Jio -র সেরা ডেটা ভাউচার প্যাকগুলি এখুনি দেখে নিন

এই মুহূর্তে Jio মোট চারটি ডেটা ভাউচার অফার করে থাকে, যারা বাড়তি 4G ডেটা প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের প্রথম পছন্দ

বর্তমানে হাই-স্পিড ডেটা ছাড়া এক মুহূর্ত সময় কাটানো আমাদের পক্ষে দুষ্কর। ফলে রিচার্জ প্ল্যানের সাথে আগত দৈনিক ডেটা নিঃশেষিত হলে আমাদের যথেষ্ট অসুবিধা সহ্য করতে হয়। এমতাবস্থায় ইউজারদের বাড়তি ডেটার চাহিদা মেটাতে দেশের এক নম্বর টেলিকম অপারেটর, Reliance Jio -র ঝুলিতে রয়েছে একাধিক মনকাড়া 4G ডেটা ভাউচার, যেগুলি রিচার্জের পরিবর্তে Jio ইউজারেরা এককালীন হিসেবে কিছু পরিমাণ হাই-স্পিড 4G ডেটা পেয়ে যাবেন। এই মুহূর্তে Jio এধরনের মোট চারটি ডেটা ভাউচার অফার করে থাকে, যারা বাড়তি 4G ডেটা প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের প্রথম পছন্দ। চলুন উক্ত চারটি প্ল্যান বেছে নিলে কত পরিমাণ ডেটা বেনিফিট মিলবে, তা জেনে নেওয়া যাক।

এক্ষেত্রে শুরুতেই জানিয়ে রাখি, Jio’র 4G ডেটা ভাউচারগুলির সাথে এর (Jio) ডেটা অ্যাড-অন প্ল্যানের, নির্দিষ্ট ফারাক রয়েছে। আলোচ্য 4G ডেটা ভাউচারগুলি গ্রাহকের বিদ্যমান প্ল্যানের অনুরূপ ভ্যালিডিটি দিয়ে থাকে। অর্থাৎ গ্রাহকের রিচার্জ প্ল্যান ঠিক যতদিন বৈধ থাকে, ততদিন তারা 4G ডেটা ভাউচারগুলির সুবিধা লাভ করতে পারেন। তবে প্ল্যানের ভ্যালিডিটি ফুরোলে সেক্ষেত্রে ভাউচারটিও নিষ্ক্রিয় হয়ে পড়ে।

১৫ টাকার Jio 4G ডেটা ভাউচার

এটি জিও’র (Jio) সবচেয়ে সস্তা 4G ডেটা ভাউচার। অন্যান্য বেসরকারি টেলকোদের মধ্যে কেউই এত স্বল্প দরে এহেন 4G ডেটা ভাউচার অফার করেনা। ১৫ টাকা খরচের পরিবর্তে জিও এই ভাউচারের সাথে পুরো ১ জিবি ডেটা বেনিফিট প্রদান করে।

২৫ টাকার Jio 4G ডেটা ভাউচার

২৫ টাকার জিও ডেটা ভাউচার গ্রাহকদের সম্পূর্ণ ২ জিবি হাই-স্পিড 4G ডেটা প্রদান করবে। এর ভ্যালিডিটি গ্রাহকের বিদ্যমান রিচার্জ প্ল্যানের অনুরূপ।

৬১ টাকার Jio 4G ডেটা ভাউচার

৬১ টাকার জিও 4G ডেটা ভাউচারের সাথে গ্রাহকেরা পেয়ে যাবেন উচ্চগতিপূর্ণ মোট ৬ জিবি ডেটা খরচের ফাটাফাটি সুযোগ। এর ভ্যালিডিটিও ব্যবহারকারীর সক্রিয় প্ল্যানের অনুরূপ।

১২১ টাকার Jio 4G ডেটা ভাউচার

১২১ টাকার জিও 4G ডেটা ভাউচার মোট ১২ জিবি হাই-স্পিড ডেটা খরচের ফায়দা সহ বিদ্যমান। এটি জিও’র সর্বোচ্চ মূল্যের 4G ডেটা প্ল্যান।

RELATED ARTICLES

Most Popular