পিছনে পাঁচ ক্যামেরা সহ স্যামসাংয়ের প্রথম ফোন হবে Galaxy A72, কবে আসছে জানুন

Avatar

Published on:

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি Samsung সবসময় তাদের Galaxy A সিরিজের ফোনে নতুন নতুন ফিচার নিয়ে আসে। এরপর সেগুলি Galaxy S এবং Galaxy Note সিরিজের ফোনে ব্যবহার করে। আপনাদের নিশ্চই মনে আছে ২০১৮ সালে লঞ্চ হওয়া Galaxy A9 (2018) ছিল কোম্পানি তথা সারা বিশ্বের প্রথম কোয়াড রিয়ার ক্যামেরা যুক্ত স্মার্টফোন। এবার কোম্পানি ২০২১ এর প্রথম কোয়ার্টারে পেন্টা ক্যামেরা (পাঁচটি) সেটআপ সহ Samsung Galaxy A72 লঞ্চ করবে। করতে চলেছে।

টিপ্সটার অভিষেক যাদব জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানিটির প্রথম পেন্টা রিয়ার ক্যামেরার ফোন হবে Samsung Galaxy A72। এর আগে Xiaomi, Nokia প্রভৃতি ব্র্যান্ড পেন্টা রিয়ার ক্যামেরা লেন্স সহ স্মার্টফোন বাজারে এনেছে। এবার এই তালিকায় নাম নথিভুক্ত করতে চলেছে স্যামসাং।

রিপোর্ট অনুযায়ী, কেবল স্যামসাং গ্যালাক্সি এ৭২ নয়, কোম্পানির আগামী বছরের Galaxy A সিরিজের অনেক ফোনেই বেশি লেন্সের ব্যবহার দেখা যাবে। অভিষেক যাদব জানিয়েছেন Galaxy A72 এর পেন্টা রিয়ার ক্যামেরার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও থাকবে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৮ মেগাপিক্সেল ৩এক্স টেলিফোটো লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

আবার স্যামসাং গ্যালাক্সি এ৭২ এর ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকবে ৩২ মেগাপিক্সেল সেন্সর। যদিও এছাড়াও ফোনটির অন্য কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। এর আগে আমরা পেন্টা রিয়ার ক্যামেরা সেটআপ এর যেকটি স্মার্টফোন দেখেছি, সবই ফ্ল্যাগশিপ ফোন। সেকারণে Galaxy A72 হতে পারে প্রথম মিড রেঞ্জ ফোন যেখানে এই ক্যামেরা সেটআপ থাকবে।

সঙ্গে থাকুন ➥