Ola কে টেক্কা দিতে Simple Energy-এর ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার প্রথমে ভারতের এই রাজ্যগুলিতে লঞ্চ হবে

Avatar

Published on:

বেঙ্গালুরুর ইভি (ইলেকট্রিক ভেহিকল) স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) স্বাধীনতা দিবসে তাদের ফ্ল্যাগশিপ স্কুটার সিম্পল ওয়ান (Simple One) লঞ্চ করতে চলেছে। আবার একই দিনে আত্মপ্রকাশ করবে  প্রি-বুকিংয়ে আলোড়ন ফেলে দেওয়া ওলা ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)। ফলে সে দিন কোন সংস্থা বেশি চমক দেবে, সেই দিকেই তাকিয়ে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি। সম্প্রতি নিজেদের নির্মীয়মান কারখানার খুঁটিনাটি ও ব্যবসা বাড়ানোর জন্য বিনিয়োগের অঙ্কের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিল সিম্পল এনার্জি। এবার তারা ঘোষণা করেছে, প্রথম পর্যায়ে দেশের কোন কোন রাজ্যে সিম্পল ওয়ান ই-স্কুটার লঞ্চ হবে।

প্রথম ধাপে ভারতের ১৩টি রাজ্যে লঞ্চ হবে Simple One ই-স্কুটার

কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত এবং পঞ্জাব – কোম্পানির ফেজ-১ পরিকল্পনা অনুসারে ভারতের এই ১৩টি রাজ্যে সিম্পল এনার্জি তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে। সংস্থার সিইও সুহাস রাজকুমার (Suhas Rajkumar) টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

Simple Energy-র কারখানা

প্রথম পর্যায়ে তামিলনাড়ুর হোসুরে ২ লক্ষ স্কোয়ার ফুট জমির উপর কারখানা তৈরি করছে সিম্পল এনার্জি। ২০২১ শেষ হওয়ার আগেই এই কারখানাতে উৎপাদন শুরু করা সম্ভব বলে মনে করছে তারা। বছরে প্রায় ১০ লক্ষ ই-স্কুটার তৈরি হবে এই কারখানায়। এখানে প্রায় ১ হাজার জনের কর্মসংস্থান হবে। এছাড়া আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে নিজেদের ই-স্কুটার লঞ্চ করার জন্য ৩৫০ কোটি টাকা ঢালবে সংস্থাটি।

Simple One স্পেসিফিকেশন ও ফিচার

সিম্পল ওয়ান ই-স্কুটারে ৪.৮ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। ইকো মোডে স্কুটারটি একটানা ২৪০ কিমি চলতে পারবে। সর্বোচ্চ গতিসীমা ১০০ কিমি/ঘন্টা। এটি ০-৫০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় নেবে মাত্র ৩.৬ সেকেন্ড।

এছাড়া সিম্পল ওয়ান ক্লাউড কানেক্টিভিটি, টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ, কল রিসিভিং, মিউজিক প্লেব্যাক সহ নানা মর্ডান ফিচারের সাথে আসবে।

Simple One প্রি-বুকিং

১৫ অগাস্ট লঞ্চ ইভেন্টের দিন শুরু হবে সিম্পল ওয়ানের প্রি-বুকিং। কোম্পানির ওয়েবসাইট থেকে আগ্রহীরা স্কুটারটি প্রি-বুকিং করতে পারবেন।

Simple One দাম

সিম্পল ওয়ানের দাম ১.১০ লাখ থেকে ১.২০ লাখ টাকার মধ্যে হতে পারে।

সঙ্গে থাকুন ➥