HomeTech Newsস্যামসাংয়ের এই ফোন ও ট্যাবলেটগুলি পাবে অ্যান্ড্রয়েডের পরবর্তী বড় তিনটি আপডেট

স্যামসাংয়ের এই ফোন ও ট্যাবলেটগুলি পাবে অ্যান্ড্রয়েডের পরবর্তী বড় তিনটি আপডেট

Samsungআগে জানিয়েছিল Galaxy Note 20 সিরিজ ছাড়াও Galaxy S10 এবং Note 10 সিরিজের ডিভাইসগুলিও তিনটি প্রজন্মের অ্যান্ড্রয়েড আপডেট পাবে।

এই মাসের শুরুর দিকে Samsung দক্ষিণ কোরিয়ায় Galaxy Unpacked 2020 ইভেন্টের আয়োজন করেছিল। এই ইভেন্টে এক গুচ্ছ নতুন ডিভাইস লঞ্চ করেছিল সংস্থাটি। তবে শুধু নতুন ডিভাইস লঞ্চ নয়, এই ইভেন্টে স্যামসাং নিশ্চিত করেছিল যে, Galaxy Note 20 সিরিজটি তিনটি প্রজন্মের অ্যান্ড্রয়েড আপডেট সমর্থন করবে। পরে, সংস্থাটি জানিয়েছিল শুধু Galaxy Note 20 সিরিজ নয়, Samsung Galaxy S10 এবং Note 10 সিরিজের ডিভাইসগুলিও তিনটি প্রজন্মের অ্যান্ড্রয়েড আপডেট পাবে।

তবে আজ একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই তালিকা আরো লম্বা করে তুলেছে জনপ্রিয় এই ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি। মানে শুধু নির্দিষ্ট তিনটি সিরিজ নয়, আসন্ন প্রজন্মের অ্যান্ড্রয়েড OS আপডেট পাবে Samsung এর আরও বেশ কয়েকটি ডিভাইস। এছাড়া, অ্যান্ড্রয়েড আপডেটের ক্ষেত্রে Galaxy A সিরিজের মত কিছু মিড-রেঞ্জের ডিভাইসকেও Galaxy Note 20 সিরিজের সমান দৃষ্টিতে দেখবে সংস্থাটি। আসুন এক নজরে দেখে নিই, কোন কোন Samsung ডিভাইস অ্যান্ড্রয়েডের পরবর্তী বড় তিনটি আপডেট পাবে।

১. Galaxy S সিরিজের ফোন: Galaxy S20 Ultra 5G, S20 Ultra, S20+ 5G, S20+, S20 5G, S20, S10 5G, S10+, S10, S10e, এবং S10 Lite ।

২. Galaxy A সিরিজের ফোন: Galaxy A51, A71, A51 5G, A71 5G, এবং A90 5G ।

৩. Galaxy Note সিরিজের ফোন: Galaxy Note20 Ultra 5G, Note20 Ultra, Note20 5G, Note20, Note10+ 5G, Note10+, Note10 5G, Note10, এবং Note10 Lite ।

৪. স্যামসাং ট্যাবলেট: Galaxy Tab S7+ 5G, Tab S7+, Tab S7 5G, Tab S7, Tab S6 5G, Tab S6, এবং Tab S6 Lite ।

৫. আপডেট পাবে এই সমস্ত ফোল্ডেবল ডিভাইসও: Galaxy Z Fold2 5G, Z Fold2, Z Flip 5G, Z Flip, Fold 5G, Fold ।

এছাড়াও জানা গেছে, Samsung Galaxy S20 সিরিজটি সংস্থার সমস্ত গ্যালাক্সি ডিভাইসের মধ্যে প্রথম অ্যান্ড্রয়েড ১১ আপডেট পাবে। স্যামসাং নিশ্চিত করেছে Galaxy S20 সিরিজটির পর অন্যান্য বেশ কয়েকটি ডিভাইসেও অ্যান্ড্রয়েড ১১ আপডেট আসবে।

আসলে ইউজাররা যাতে তাদের ডিভাইসগুলি নির্ঝঞ্জাটে দীর্ঘদিন ব্যবহার করতে পারে, এর জন্য সংস্থাটি বিভিন্ন ফিচার নিয়ে আসছে এবং ডিভাইসগুলিকে আসন্ন অ্যান্ডয়েড OS আপডেটের সমর্থন যোগ্য করে তুলছে। শুধু তাই নয়, স্যামসাং বেশিরভাগ গ্যালাক্সি ডিভাইসে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেটের সাথে তার নিজস্ব Knox (ইন-হাউস এন্ড-টু-এন্ড সিকিউরিটি প্ল্যাটফর্ম) ফিচার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular