ব্যক্তিগত নম্বর গোপন রেখেই এই দুই পদ্ধতিতে খোলা যাবে WhatsApp অ্যাকাউন্ট

Published on:

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের যুগে ব্যক্তিগত যোগাযোগ এখন হাতের মুঠোয়। এর সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও কম নয়। আর তাই প্রত্যেকেই চায় সুবিধা উপভোগের পাশাপাশি তার প্রাইভেসিকে সুরক্ষিত রাখতে। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেন, তবে নিজেদের ফোন নম্বর প্রকাশ করতে চান না। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই ফোন নম্বরের প্রয়োজন। তবে এই প্রতিবেদনে আমরা আপনাদের এমন একটা উপায়ের সন্ধান দিতে চলেছি, যার মাধ্যমে ব্যক্তিগত নম্বর সম্পূর্ণ গোপন রেখেও WhatsApp অ্যাকাউন্ট খোলা যাবে। ফলে আপনার প্রাইভেসি এবার থেকে অনেক বেশী সুরক্ষিত থাকবে।

আগেই বলেছি WhatsApp অ্যাকাউন্ট এর জন্য একটি কন্ট্যাক্ট নম্বর প্রয়োজন। এক্ষেত্রে আমরা মোবাইল নম্বর ছাড়াও আমাদের ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করতে পারি। পাশাপাশি ভার্চুয়াল নম্বর ব্যবহার করেও যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা সম্ভব, তা বোধহয় অনেকেই জানেন না। এই ভার্চুয়াল নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আমাদের ব্যক্তিগত নম্বর প্রকাশ্যে আসবেনা। আসুন চটজলদি এই দুই সুবিধাজনক পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভার্চুয়াল ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

এক্ষেত্রে প্রথমেই আপনাকে জেনে নিতে হবে ভার্চুয়াল ফোন নাম্বার কি। প্রকৃত নম্বরের মতো ভার্চুয়াল ফোন নম্বরের মাধ্যমেও আমরা কল গ্রহণ এবং মেসেজ রিসিভ করতে পারি। ইন্টারনেটে একাধিক বিশ্বস্ত এবং ফ্রী ভার্চুয়াল ফোন নম্বর প্রোভাইডার রয়েছে। এদের মধ্যে TextNow অ্যাপটি বিশেষ জনপ্রিয়। এখানে আপনি বিনামূল্যে অ্যাকাউন্ট ওপেন করার সুবিধে পাবেন।

নতুন অ্যাকাউন্ট ওপেন করলে TextNow আপনাকে পাঁচটি ফ্রী ফোন নম্বর প্রদান করবে। এগুলি মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা ভিত্তিক হতে পারে। এগুলি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরী করা খুবই সহজ। এর জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। যদি পূর্বেই আপনার ডিভাইসে অ্যাপটি ইনস্টল করা থাকে, তবে প্রথমে সেটিকে আনইনস্টল করুন। এরপর TextNow প্রদত্ত যে কোন একটি নম্বরকে বেছে নিয়ে হোয়াটসঅ্যাপে রেজিস্টার করুন। এক্ষেত্রে মনে রাখবেন ফ্রী ভার্চুয়াল নম্বর অনুযায়ী আপনাকে কান্ট্রি কোড চয়ন করতে হবে (ইউএস/কানাডা)। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলাকালীন ব্যাকগ্রাউন্ডে টেক্সটনাউ অ্যাপটিকে সচল রাখুন।

এরপর প্রত্যাশা মতোই হোয়াটসঅ্যাপ আপনার নম্বরে সিকিউরিটি ওটিপি কোড সেন্ড করবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে OTP এক্সপায়ার করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ওটিপি যাচাইয়ের জন্য ‘call me’ বিকল্পটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আপনার ভার্চুয়াল নম্বরে একটি মিসড কল আসবে। এরপর টেক্সটনাউ অ্যাপে আপনি একটি ভয়েসমেল পাবেন। এবার অডিও মেসেজটি ওপেন করে আপনি প্রদত্ত ওটিপি কোড শুনে নিন। ভেরিফিকেশন কোড জানার পর আপনাকে বাকি সাধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে।

ল্যান্ডলাইন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

১। ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করতে হলে রেগুলার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির বদলে, Whatsapp Business অ্যাপটি ডাউনলোড করুন।

২। এরপর একটি বৈধ ল্যান্ডলাইন নম্বর রেজিস্টার করতে হবে। এজন্য আগে ভারতের কান্ট্রি কোড(+৯১) দেওয়ার পর এসটিডি কোড সহ ল্যান্ডলাইন নম্বরটি এন্টার করুন। মনে রাখবেন এক্ষেত্রে নম্বরের শুরুর ‘০’ বাদ দিতে হবে। অর্থাৎ আপনার ল্যান্ডলাইন নম্বর ০৩৩-৮২২৫ xxx৪ হলে আপনি +৯১৩৩৮২২৫xxx৪ এন্টার করবেন।

৩। এরপর আপনার ওটিপি এসএমএস এক্সপায়ার করলে ভেরিফিকেশনের জন্য ‘call me’ বিকল্পে ক্লিক করুন।

৪। কল রিসিভ করে ওটিপি জানার পর সেটি এন্টার করে বাকি পদ্ধতি অনুসরণ করুন। এর ফলে আপনি ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করতে পারবেন।

ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সবথেকে বড় অসুবিধে হল এর ফলে আপনাকে ম্যানুয়ালি কন্ট্যাক্ট লিস্ট অ্যাড করতে হবে। তবে এক্ষেত্রে আপনার প্রাইভেসি অনেক বেশী সুরক্ষিত থাকবে। তাছাড়া এতে আপনি অটোমেটেড রিপ্লাই ও উন্নত মেসেজ ম্যানেজমেন্টের সুবিধা পাবেন।

সঙ্গে থাকুন ➥