স্যামসাং কে হারিয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড ভিভো, সবার মাথার উপর শাওমি

Avatar

Published on:

লকডাউনে দেশে স্মার্টফোন বিক্রি আপাতত বন্ধ। তবে প্রথম কোয়ার্টারের হিসাবে চীনা স্মার্টফোন কোম্পানি Vivo এর কাছে দ্বিতীয়স্থান হারালো দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung। প্রথম কোয়ার্টারে ভারতে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হিসাবে উঠে এল ভিভো। এটি প্রথমবার যখন ভিভো, স্যামসাং কে হারিয়ে উপরে উঠে এল।

রিপোর্ট অনুযায়ী, এই সময়ে ভিভোর শিপমেন্ট প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রথম কোয়ার্টারে ভিভো মোট ৬৭ লক্ষ স্মার্টফোন ইউনিট এদেশে এনেছে। সেখানে হতাশ করা পারফরম্যান্স স্যামসাংয়ের। তাদের শিপমেন্ট কমেছে ১৪ শতাংশ। এই সময়ে তারা ৬৩ লক্ষ স্মার্টফোন ইউনিট ভারতে এনেছে। তবে এদের সবার মাথার উপরে বসে আছে Xiaomi ।

যেখানে স্যামসাংয়ের শিপমেন্ট কমেছে ১৪ শতাংশ, সেখানে ১২ শতাংশ শিপমেন্ট বাড়ায়, শাওমি এই দেশে ৩.৩ কোটি স্মার্টফোন ইউনিট এনেছে। অন্যদিকে ৩৯ লক্ষ স্মার্টফোন ইউনিট এদেশে এনে চতুর্থ স্থানে আছে Realme। পঞ্চম স্থানে আছে Oppo, যারা প্রথম কোয়ার্টারে এদেশে এনেছে ৩৫ লক্ষ স্মার্টফোন ইউনিট।

এদিকে মার্কেট শেয়ারের কথা বললে ভারতের মোট স্মার্টফোন মার্কেটের ৩০.৬ শতাংশ দখল করে আছে শাওমি। ভিভোর কব্জায় আছে ১৯.৯ শতাংশ মার্কেট। ১৮.৯ শতাংশ মার্কেট স্যামসাংয়ের দখলে। এদিকে রিয়েলমি ও অপ্পোর মার্কেট শেয়ার যথাক্রমে ১১.৭ শতাংশ ও ১০.৪ শতাংশ।

সঙ্গে থাকুন ➥