2021-এ বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে রেকর্ড গড়ল Volkswagen

Avatar

Published on:

বিপুল সংখ্যক ইলেকট্রিক গাড়ির বিক্রিবাটার কথা ঘোষণা করল জার্মান সংস্থা Volkswagen। ২০২১-এ সমগ্র বিশ্বে সংস্থাটি মোট ৩,৬৯,০০০ ইউনিট ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করেছে বলে জানিয়েছে। যার মধ্যে ২,৬৩,০০০ ইউনিট হল ব্যাটারি চালিত গাড়ি এবং ১,০৬,০০০ ইউনিট হল প্লাগ-ইন হাইব্রিড গাড়ি। এর ফলে বৈদ্যুতিক বাহনে তাদের ২০২০-র তুলনায় ৭৩ শতাংশ ব্যবসা বৃদ্ধি পেয়েছে। কারণ ২০২০-তে মাত্র ২,১৪,০০০ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছিল Volkswagen।

এখানে জানিয়ে রাখি, ২০১৯-এ ফক্সভাগেন (Volkswagen) মাত্র ৮২,০০০ ইউনিট ইলেকট্রিক গাড়ি বিক্রি করতে পেরেছিল। অন্যদিকে সংস্থাটি দাবি করেছে পিওর ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি এবং হাইব্রিড গাড়ির মধ্যে বিক্রির অনুপাত হল ২:৭-এর কাছাকাছি।

একই সাথে সংস্থাটি জানিয়েছে গত বছর তারা আমেরিকা, চীন এবং জার্মানিতে ব্যাপক সংখ্যক গাড়ি ডেলিভারি করেছে। চীনে তারা মোট ৭৭,১০০ ইউনিট ব্যাটারি ইলেকট্রিক গাড়ি ডেলিভারি করেছে, ২০২০-র তুলনায় যা ৪৩৭ শতাংশ বেশি। যার মধ্যে আবার ৭০,০০০-এর বেশি ইউনিট সংস্থার ডেডিকেটেড আইডি ইলেকট্রিক কার পরিবারের থেকে। যার ফলে চীনে প্রথম পাঁচটি ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল বিক্রয়কারী সংস্থার মধ্যে জায়গা করে নিয়েছে ফক্সভাগেন।

অন্যদিকে আমেরিকাতে বিগত বছরের তুলনায় ২০২১-এ ২০ গুন বেশি সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে Volkswagen, যা ১৭,০০০ ইউনিট। তবে বিদ্যুৎ চালিত গাড়ির বিক্রয় বৃদ্ধি পেলেও মোটের উপর ২০২০-র তুলনায় ২০২১-এ ব্যবসা অনেকটাই কমতি গিয়েছে সংস্থার। তারা জানিয়েছে, ২০২১-এ সমগ্র বিশ্বে সংস্থাটি প্রায় ৫ মিলিয়ন গাড়ি বিক্রয় করেছে। ব্যবসায় ঘাটতি জন্য মূলত দায়ী করা হয়েছে সেমিকন্ডাক্টর চিপের আকালকেই।

সঙ্গে থাকুন ➥