Oppo আনছে 160W ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, পেয়ে গেল 3C-এর ছাড়পত্র

বর্তমানে বিশ্বের একাধিক স্মার্টফোন সংস্থা আধুনিক যুগের স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথা রেখে দ্রুততর চার্জিং প্রযুক্তির ওপর কাজ করছে। ইতিমধ্যেই চীনা সংস্থা শাওমি (Xiaomi) ২০০ ওয়াট হাইপারচার্জ এবং ইনফিনিক্স (Infinix) ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি জনসমক্ষে এনেছে। কিন্তু সংস্থাগুলি এই ফাস্ট চার্জিং প্রযুক্তির বাণিজ্যিকীকরণ করেনি। তাই বাজারে বিদ্যমান কোনও শাওমি বা ইনফিনিক্স ফোনের সাথে এখনও পর্যন্ত এত দ্রুত গতির চার্জিং সিস্টেম দেখতে পাওয়া যায় না। তবে আরেক চীনা স্মার্টফোন সংস্থা ওপ্পো (Oppo) এই ক্ষেত্রে বাকি দুই সংস্থার থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ওপ্পো সুপার-ফাস্ট চার্জিং স্পিড বাণিজ্যিক বাজারে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। সেক্ষেত্রে এখন ওপ্পোর লেটেস্ট ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং সলিউশনটিকে স্পট করা হল চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে। যার পর মনে করা হচ্ছে এই দ্রুততর চার্জিং প্রযুক্তিটি শীঘ্রই বাজারে উন্মোচিত হবে।

আসছে Oppo -এর ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং সলিউশন

VCK8HACH মডেল নম্বর সহ ওপ্পোর আসন্ন ফাস্ট চার্জিং অ্যাডাপ্টারটি চীনা সার্টিফিকেশন সাইট 3C- তে তালিকাভুক্ত হয়েছে। সাইটের লিস্টিং থেকে জানা যাচ্ছে, এই অ্যাডাপ্টারটি নির্মাণ করেছে চীনের হেয়ুয়েন হান্টকি ইন্ডাস্ট্রিয়াল কো লিমিটেড (Heyuan Huntkey Industrial Co.Ltd) সংস্থাটি। এখানে উল্লেখ করা হয়েছে চার্জিং ফাস্ট অ্যাডাপ্টারের গতি 20V 8A, যা ১৬০ ওয়াট গতিকেই বোঝায়।

এই প্রসঙ্গে জানাই, পূর্বে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ওপ্পো এবছর তাদের লেটেস্ট ফোনের জন্য দ্রুততর চার্জিং সিস্টেম বাজারে উন্মোচন করবে। অনুমান করা হচ্ছে এই ১৬০ ওয়াট দ্রুত চার্জারটি একটি আসন্ন ওপ্পো ডিভাইসের জন্য হতে পারে। বর্তমানে, এই সংস্থার Oppo Find X5 সিরিজটি লঞ্চের অপেক্ষায় রয়েছে। তবে এই সিরিজের স্মার্টফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এর থেকে বলাই যায় Oppo Find X5 সিরিজের ডিভাইসগুলি এই নতুন চার্জিং সিস্টেম সহ বাজারে পা রাখবে না। তাই আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে অন্য কোনো ওপ্পো ডিভাইসে এই প্রযুক্তি দেখতে পাওয়া যাবে।

উল্লেখ্য, সম্প্রতি জানা গেছে নুবিয়ার (Nubia) রেড ম্যাজিক সিরিজের অধীনে ১৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Nubia RedMagic 7 গেমিং ফোনটি আগামী মাসেই বাজারে লঞ্চ হতে পারে। এছাড়া, ওয়ানপ্লাস সম্প্রতি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সহ OnePlus 10 Pro লঞ্চ করেছে। শাওমি এবং আইকো ইতিমধ্যেই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সলিউশন সহ স্মার্টফোন উন্মোচন করেছে৷